পর্দার বাইরে শাহরুখ-কাজলের পরম বন্ধুত্ব

জুটি বেঁধে একসঙ্গে বহু সিনেমা করেছেন, কিন্তু কখনোই তাদের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা যায়নি এমন জুটি যে কোনো ইন্ডাস্ট্রিতেই খুঁজে মেলা ভার। অথচ একসঙ্গে সেই নব্বইয়ের দশক থেকে এখনও সিনেমা করে যাচ্ছেন কিন্তু কখনোই শোনা যায়নি যে তাদের মধ্যে প্রেম চলছে! কারণ প্রেমের চেয়েও মহান সম্পর্কে জড়িয়ে আছেন বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেত্রী কাজল!
হ্যাঁ, পর্দার বাইরে সবকিছু ছাপিয়ে শাহরুখ-কাজলের বন্ধুত্বের কথায় বলছিলাম। সিনেমায় প্রেমিক প্রেমিকার চরিত্রে তাদের দেখা গেলেও পর্দার বাইরে তারা একে অপরের দুর্দান্ত বন্ধু। যদিও সিনেমার মধ্য দিয়ে তাদের এই বন্ধুত্বের সূত্রপাত।
‘বাজিগর’ সিনেমার মধ্য দিয়ে প্রথম নিজেরা কাছাকাছি আসেন বলিউডের সফল এই জুটি। বিশেষ করে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমাটি তাদের ক্যারিয়ারে অন্যতম যোগ। এই ছবির মধ্য দিয়েই বলিউডের সর্বকালের সেরা জুটি হিসেবে বিবেচিত হন তারা।
এরপরও কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম, ফানা, কাভি আলবিদা না কেহনা, মাই নেম ইজ খান এবং সর্বশেষ শাহরুখের সঙ্গে তাকে ‘দিলওয়ালে’ ছবিতেও দেখা যায়। যদিও সংসার জীবনে ব্যস্ত হয়ে পরায় সিনেমা করতে চান না কাজল। কিন্তু তারপরও বন্ধু শাহরুখের অনুরোধে গত সাত বছরে মাত্র দুটো সিনেমায় অভিনয় করেছেন কাজল।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন