সোমবার, জুলাই ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাঁচ দিনেও অপসারণ হয়নি কোরবানির বর্জ্য, অস্বস্তিতে বনশ্রীবাসী

কোরবানির ঈদের পাঁচ দিন হতে গেলেও এখনও ঢাকা উত্তর সিটি করপোশেনের আওতাধীন মেরাদিয়া ও দক্ষিণ বনশ্রীর বিভিন্ন স্থানে বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে আছে কোরবানির বর্জ্য। এতে করে সিটি করপোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই এলাকার বাসিন্দারা।

এলাকাবাসীর দাবি, ঈদের পঞ্চম দিনেও বিভিন্ন স্থানের স্তুপকৃত কোরবানির পশুর বর্জ্য অপসারণ করলেও সিটি কর্পোরেশন সেখানে জীবাণুনাশক ওষুধ ও ব্লিচিং পাউডার না দেওয়ায় এলাকাজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

শুক্রবার দুপুরে মেরাদিয়া ও দক্ষিণ বনশ্রীসহ আশেপাশের এলাকা ঘুরে দেখা যায়, রাস্তার দুই ধারে ছড়িয়ে ছিটিয়ে আছে কোরবানির পশুর বর্জ্য এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। সেই সঙ্গে এখানে গরুর হাট বসানোর কারণে সৃষ্ট খানাখন্দে পশুর বর্জ্য জমে থাকতে দেখা যায়।

মোজাম্মেল হোসেন নামের এক বাসিন্দা বলেন, কোরবানির আগে প্রতিবছরই সিটি করপোরেশন কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে বিভিন্ন কথা বলে। কিন্তু তার অধিকাংশ কথা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। ফলে কোরবানির পশুর বর্জ্য রাস্তায় জমে দুর্গন্ধ ও বিপত্তি সৃষ্টি করে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

ইফতেখার হোসেন নামের আরেক বাসিন্দা বলেন, রাস্তার দুই ধারে এখনো কোরবানির পশুর বর্জ্য পড়ে আছে। তা ইতোমধ্যে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। স্তূপ থাকা বর্জ্য অপসারণ হলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্জ্য অপসারণ হয়নি। তবে এখনো যদি বর্জ্যগুলো অপসারণ করা সম্ভব না হয়। তবে ভারি বৃষ্টি হলে এগুলো জনদুর্ভোগের কারণ হবে। সেই সাথে সিটি কর্পোরেশন থেকে এখানে নামে মাত্র ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে।

বর্জ্য অপসারণ নিয়ে স্থানীয় তিন নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদ হোসেন বলেন, আমরা আমাদের সামর্থ্য দিয়ে চেষ্টা করছি কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য। তবে আমাদের লোকবল কম। তাই বর্জ্য অপসারণে কিছুটা বিলম্ব হয়েছে। মেরাদিয়া এলাকায় পশুর হাট ও কোরবানির বর্জ্য মিলে একধরনের চাপ সৃষ্টি হয়েছে।

কাউন্সিলর বলেন, এই এলাকার বর্জ্য ঈদের দ্বিতীয় দিনেই সব পরিস্কার করা হয়েছে। এখানে হাট বসায় খানাখন্দে কিছু বর্জ্য পড়ে আছে সেইগুলো অপসারণে আমাদের লোক কাজ করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা