পাঁচ মাসে ‘জল নূপুর’র দুই অভিনেতার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ভারতীয় বাংলা টিভি সিরিয়াল ‘জল নূপুর’ এর জনপ্রিয় অভিনেতা পীযূষ গঙ্গোপধ্যায় (৫০) কলকাতার নার্সিং হোমে শনিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। চলতি বছরের মে মাসে একই সিরিয়ালের আরেক প্রিয় মুখ রনেন চক্রবর্তীর মৃতদেহ তার বাড়ির পাশের জলাশয় থেকে উদ্ধার করা হয়েছিলো।
সপ্তমীর দিন সন্ধ্যায় হাওড়ার দিকে ফেরার পথে সাঁতরাগাছি সেতুতে কলকাতার টিভি পর্দা ও মঞ্চের জনপ্রিয় অভিনেতা পীযূষের গাড়ির সাথে একটি লরির সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত পীযূষকে হাসপাতালে ভর্তি করা হলে গত চারদিন ধরেই তার শারীরিক অবস্থা ছিলো অত্যন্ত আশঙ্কাজনক। শনিবার সন্ধ্যায় ভেন্টিলেশন থাকা সত্ত্বেও তার শ্বাসকষ্ট হচ্ছিল, রক্তচাপ কম ছিলো, যকৃৎসহ বিভিন্ন অঙ্গ স্বাভাবিকভাবে সক্রিয় ছিলো না বলে হাসপাতাল সূত্রে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।
নার্সিংহোম সূত্রে জানা যায়, মারাত্মক দুর্ঘটনায় পীযূষ গঙ্গোপধ্যায়ের ডান হাত, ডান পা এবং বুকের ডানদিকের পাঁজরের পাঁচটি হাড় ভেঙ্গে গিয়েছিলো। এছাড়াও মুখের দুপাশে ও কপালে মারাত্মক ক্ষত ছিলো। প্রচুর রক্তপাত ও হাড় ভেঙ্গে অস্থিমজ্জা রক্তে মিশে যাওয়ায় রক্তে সংক্রমণ বাড়ছিলো।
ঢাকার নারায়ণগঞ্জে জন্ম নেয়া শক্তিমান এই অভিনেতা জল নূপুর ছাড়াও বর্তমানে অভিনয় করছিলেন ‘চোখের তারা তুই’ সিরিয়ালে।
‘জল নূপুর’ সিরিয়ালের অকাল প্রয়াত আরেক জনপ্রিয় অভিনেতা রনেন চক্রবর্তীর মৃতদেহ তার বাড়ির পাশের জলাশয় থেকে উদ্ধার করা হয় চলতি বছরের মে মাসের ১৫ তারিখে। সেদিন সন্ধ্যায় শুটিং শেষে বাড়ি ফিরে পাশের জলাশয়ে গোসল করতে গিয়েছিলেন এই অভিনেতা। বহু রাত পর্যন্ত না ফেরায় পুলিশে খবর দেয় তার পরিবার। পরে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুকালে ছয় মাস বয়সী এক কন্যা সন্তান রেখে যান রনেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন