পাকিস্তানের কাছে হারের পর কী জানালেন ভারত অধিনায়ক কোহলি
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করার পর কোচ ইস্যুতে বিরাট কোহলি নিজের মতামত পরিষ্কার করে দেন বলেই খবর। ক্রিকেট অ্যাডভাইজির কমিটির সঙ্গে আলোচনায়, ভারত অধিনায়ক জানিয়ে দেন যে, কোচ হিসেবে অনিল কুম্বলেকে তাঁর পছন্দ নয়।
ভারতীয় সংবাদমাধ্যমে এমনও খবর প্রকাশিত হয় যে, কুম্বলেকে কোচ হিসেবে রেখে দেওয়া হলে কোহলি অধিনায়কের পদ থেকে ইস্তফা দিতে পারেন।
এতেই বোঝা যাচ্ছে কোহলি ও কুম্বলের সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির বল গড়ানোর আগে থেকেই কোচ ও অধিনায়কের সম্পর্ক নিয়ে কালি খরচ হয়েছে প্রচারমাধ্যমে। টুর্নামেন্ট চলাকালীন কুম্বলে ও কোহলির মধ্যে খুব একটা বাক্যালাপ হয়েছে বলেও শোনা যায়নি। প্রতিযোগিতা চলাকালীন শোনা গিয়েছিল, কুম্বলেকে কোচ হিসেবে চান না জাতীয় দলের অন্তত ১০ জন ক্রিকেটার।
এ রকমও শোনা যাচ্ছে, ফাইনালের পরে সৌরভ-শচীন-লক্ষ্মণের কাছে কোহলি নিজের অবস্থান পরিষ্কার করে দেওয়ায় এখন বিব্রত বোধ করছেন তাঁরাও। ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের খবর যাই হোক না কেন, একটা ব্যাপার পরিষ্কার হয়ে গিয়েছে, কুম্বলের সঙ্গে কোহলির ভাঙা সম্পর্ক আর কোনোভাবেই জোড়া লাগানো সম্ভব নয়। ওয়েস্ট ইন্ডিজ সফরেও কোচ হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন কুম্বলে। তার পরেই হয়তো সরতে হবে তাঁকে। কুম্বলের জায়গায় কে এখন চেয়ারে বসবেন, সেটাই দেখার।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন