পাকিস্তান হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা
পাকিস্তানে বাংলাদেশি কূটনীতিককে বহিষ্কারে সরকারের নীরবতার অভিযোগ এনে এর প্রতিবাদে আগামী ২০ জানুয়ারি পাকিস্তান হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশ থেকে মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন।
ইমরান এইচ সরকার মুখপাত্র সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে অবিলম্বে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। নেতারা বলেন, ‘পাকিস্তান যেমন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, তেমনি এ দেশের উন্নতিও মেনে নিতে পারছে না।’
সমাবেশের পর বাংলাদেশি কূটনীতিক মৌসুমী রহমানকে পাকিস্তান থেকে বহিষ্কারের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে টিএসসি এলাকা প্রদক্ষিণ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













