পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহতের সংখ্যা বেড়ে ৪
পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় রাইচ মিলে ডাকাতিকালে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ৪ ডাকাত সদস্য নিহত হয়েছে। শুক্রবার ভোর রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় ৩ জনকে আটক করে র্যাব। আহত হয় দুই র্যাব সদস্য। নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় জানা গেছে। তিনি হলেন-ময়মনসিংহের ফুলপুর উপজেলার তৃষ্ণামত দৌলা গ্রামের আব্দুল হামিদের ছেলে রুস্তম আলী (৩০)।
আহত তিনজন হলেন-ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাটনি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৩৫), পঞ্চগড়ের বোদা উপজেলার কবিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৫), চাঁদপুরের মতলব উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে হানিফ মিয়া (২৫)। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাব-১২ পাবনার কোম্পানী কমান্ডার এএসপি বীনা রানী দাশ জানান, জঙ্গী তৎপরতা নিধন ও তাদের তথ্য সংগ্রহে ২৪ নভেম্বর পাবনায় অবস্থান করছিল র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর একটি টহল টিম। ২৫ নভেম্বর (শুক্রবার) রাত দু’টার দিকে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী, বিপিএম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ১৫/২০ জনের সশস্ত্র ডাকাতদল ঈশ্বরদী উপজেলার পাকশী হাইওয়ে রোড়ের জয়নগর পিডিবি গেট এলাকায় মেসার্স বাদশা এজেন্সি নামক চাতালে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহন করছে। এ বিষয়টি তারা র্যাব পাবনাকেও জানায়।
এরপর আভিযানিক দল রাত সাড়ে তিনটার দিকে জয়নগর পিডিবি গেট এলাকায় অভিযানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাত দলের সদস্যরা র্যাব সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। গোলাগুলির এক পর্যায় ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পিছু হটে। এসময় ঘটনাস্থলে তল্লাসী চালিয়ে তিন ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। তাদের নাম পরিচয় জানা যায়নি। অপরদিকে ট্রাক দুইটি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে বরইচারা এলাকা থেকে এলাকাবাসীর সহায়তায় চাল ভর্তি একটি ট্রাক ও একটি খালি ট্রাক উদ্ধার করে র্যাব। এসময় আহতাবস্থায় চার ডাকাত সদস্যকে আটক করা হয়। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যায় রুস্তম আলী নামের এক ডাকাত সদস্য। খবর পেয়ে র্যাব-১২ সিও শাহাবুদ্দিন খান ও অতিরিক্ত ডিআইজি (রাজশাহী রেঞ্জ) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থল থেকে দু’টি ট্রাক, একটি ট্রাক থেকে দেড় হাজার কেজি মিনিকেট চাল, একটি পিস্তল, দু’টি রিভলবার, ৬টি তাজা গুলি, একটি ম্যাগজিন সহ বেশকিছু দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব সদস্য ডিএডি আব্দুল ওয়াদুদ ও এসআই আরাফাতুল হক খান আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
র্যাবের দাবি, হতাহতরা আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন