পাবনা মানসিক হাসপাতালের খোঁজ নিচ্ছেন হ্যাপি!
নাজনিন আখতার হ্যাপি৷ নিজের ফেসবুকে আরও একটি স্ট্যাটাস! এবার অবশ্য তাঁর স্ট্যাটাস রুবেল হোসেনকে নিয়ে কোনও বিতর্কের জন্ম দেয়নি৷ তেব তাঁর মানসিক অবস্থার একটি চিত্র তুলে ধরেছে৷ ঢলিউডের এই উঠতি মডেল-অভিনেত্রী মানসিকভাবে কতটা বিপর্যস্ত, সেটা তাঁর স্ট্যাটাস দেখলেই বোঝা যায়৷
হ্যাপি তার ভালবাসাকে ভুলতে না পেরে মানসিক কষ্টে আছে। যার ফলশ্রতিতে এ সমস্ত বেদনাদায়ক স্ট্যাটাস দেন তিনি। মাঝে মধ্যে তার স্ট্যাটাস দেখলে বোঝা যায় তিনি মানসিকভাবে কতটা বিপর্যস্থ। তিনি এখনও যেন রুবেলকে নিঃস্বার্থভাবে ভালবেসে যাচ্ছেন। অনেক সময় হ্যাপির ভারাক্রান্ত ও অশ্রুসিক্ত স্ট্যাটাস ভক্তদের হৃদয়কেও প্লাবিত করে তোলে।
প্রতিনিয়তই হ্যাপি তার ফেসবুক ওয়ালে দিচ্ছেন নিত্য নতুন স্ট্যাটাস। এরই ধারাবাহিকতায় তিনি সম্প্রতি একটি অন্য রকম স্ট্যাটাস দিয়েছেন।
হ্যাপির সেই স্ট্যাটাসটি তুলে ধরা হল-
আচ্ছা পাবনা মেন্টাল হসপিটালের ভেতরের পরিবেশ কেমন? স্পেশাল কেবিন জাতীয় কিছু কী আছে ? খাবার কী খুব বাজে? ঐখানে কী বাইরের খাবার খাওয়া যায়? আসলেই যদি কারো জানা থাকে তাহলে দয়া করে একটু জানাবেন। যদি কখনও যাওয়ার প্রয়োজন হয়,তাই আগে থেকে একটু ধারণা পেতে চাই।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন