পাবলিক বাসে তরুণীকে উত্যক্ত , অতঃপর যা ঘটল তা অকল্পনীয় (দেখুন ভিডিওসহ)
ঘটনাটি সচরাচরই ঘটে ,অফিসে যাওয়ার সময় বা অফিস ছুটি হলে বাসে উঠার প্রতিযোগিতায় কিংবা বাসের মধ্যেই বুকে পিঠে হাত পড়ে। তখন অনেকেই মনে মনে এ সমাজ ব্যবস্হাকে ধিক্কার দিয়ে মেনে নেয় ।
লোলুপ পুরুষরা সবসময় যেন থাকে শিকারের অপেক্ষায়। শিকার আর কেউই নয় উঠতি বয়সী তরূনীরা। পাবলিক বাসে এমনই একটি ঘটনা ধরা পড়ল মোবাইল ফোনের ক্যামেরায়। তবে এখানে তরুণীটি আর দশ জনের মত নিরবে মেনে নেয়নি শিকারীর অত্যাচার।
দিনদুপুরে চলন্ত বাসে একটি তরুনীকে শারীরিক ভাবে লাঞ্ছিত করতে থাকে এক পুরুষ। তরুণীটি প্রথমে কিছুক্ষণ চুপ থাকলেও কিছুক্ষণের মধ্যেই তা প্রতিকারের ব্যবস্হা নেন।
ভিডিওটিতে দেখা যায়, লোলুপ পুরুষটি প্রথমে কয়েকবার তরুণীটিকে পিছন থেকে ধাক্কা দিতে থাকে, এরপর তরুণীটি সুকৌশলে সজোরে পুরুষটির অন্ডকোষে আঘাত করে।
তবে সবাই কি পারে এই তরুণীটির মত প্রতিবাদী হয়ে উঠতে, নাকি অনেকেই শিকার হন এ ধরণের বিকৃত যৌন লালসার।
https://youtu.be/n9TmJdhNTLY
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন