পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি আইনের (সংশোধন) নীতিগত অনুমোদন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আরো সক্রিয় ও কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি বলেন, এ আইন অনুমোদনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আরো সক্রিয় ও কার্যকর হবে।
এ ছাড়া মন্ত্রিসভায় মিশন স্টেটমেন্ট প্রণয়নে মন্ত্রিসভা কর্তৃক ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব এবং জাতীয় ই-সেবা আইন, ২০১৫ এর খসড়া প্রণয়নের বিষয়ে মন্ত্রিসভা কর্তৃক ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলেও জানিয়েছেন তিনি।
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ কমিশন নিষ্পত্তি কমিশন আইন অনুযায়ী, পাঁচ সদস্যের কমিশনের চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। সদস্য সচিব হবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ও নৃতাত্বিক জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা এই কমিশনের সদস্য হবেন।
এই আইন অনুযায়ী কার্যপরিধিতে সম্পত্তি অবৈধ বন্দোবস্ত ও বেদখল বিরোধ নিষ্পত্তি করতে পারবে। সর্বসম্মত সিদ্ধান্ত না হলে কমিশনের চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে প্রস্তাব গৃহীত হবে।
এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তির পর ২০০১ সালে ভূমি শাসন আইন করা হয়। এই আইনের কিছু সংশোধনী আনা হয়েছে। সংশোধনীতে আইন অনুযায়ী এই কমিশন আগের তুলনায় অনেক বেশি কার্যকর হবে বলে সরকার মনে করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন