পুলিশকে “ঠোলা” বলায় আমিরের বিরুদ্ধে মামলা
২০১৪ সালে বিশ্বব্যাপী অন্যতম আলোচিত হিন্দি সিনেমা ছিল ‘পিকে’। আমির খান অভিনীত সিনেমাটি মুক্তির আগে ও পরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ছবির পোস্টারে নগ্ন হয়ে হাজির হওয়ায় অশ্লীলতার অভিযোগে আমিরের বিরুদ্ধে একাধিক মামলাও হয়। ‘পিকে’ মুক্তির আট মাস পর আবারও নতুন এক ঝামেলায় জড়িয়েছেন আমির। ছবির সংলাপে পুলিশকে ‘ঠোলা’ বলায় সম্প্রতি আমিরের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পুলিশকে নিয়ে অপমানজনক শব্দ ব্যবহার করেছেন তিনি।
‘পিকে’ তৈরিতে খরচ হয়েছিল ৮৫ কোটি রুপি। মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে ছবিটি। এর আয়ের পরিমাণ ৫০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। কিন্তু ছবি মুক্তির আগেই ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় আমিরকে। ছবির পোস্টারে নগ্ন আমিরকে দেখা যাওয়ায় অশ্লীলতার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। ছবি মুক্তির পরও ‘পিকে’ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ছবির বিষয়বস্তু নিয়ে আপত্তি তোলে একাধিক ধর্মীয় সংগঠন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে ‘পিকে’র বিরুদ্ধে।
সম্প্রতি আমিরের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করেন দিল্লির একজন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রনির্মাতা উল্লাস। গতকাল রোববার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে দিল্লি পুলিশের পক্ষ থেকে।
গত জুলাই মাসে একটি টেলিভিশন সাক্ষাৎকারে পুলিশকে ‘ঠোলা’ বলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পুলিশকে নিয়ে অপমানজনক শব্দ ব্যবহার করায় তাঁর বিরুদ্ধে মামলা করেন দিল্লির পুলিশ কনস্টেবলরা।
আমিরের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়েরের পেছনের কারণ জানাতে গিয়ে উল্লাস বলেন, ‘আমি জানতে পেরেছি, কেজরিওয়াল পুলিশকে নিয়ে অপমানজনক শব্দ ব্যবহার করার পর তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি পুলিশি অভিযোগ দায়ের হয়েছে। কেজরিওয়াল টিভি সাক্ষাৎকার দেওয়ার অনেক আগেই পুলিশকে নিয়ে অপমানজনক এই শব্দটি ব্যবহার করা হয়েছে ‘‘পিকে’’ ছবিতে। কেজরিওয়ালের মুখে শব্দটি শুনে পুলিশ মর্মাহত হলে আমিরের ক্ষেত্রে কেন হবে না!’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন