পুলিশকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রী-সন্তান গ্রেফতার!
ঝিনাইদহ শহরের কালিকাপুর বিলপাড়া এলাকা থেকে ওবাইদুল ইসলাম (৪৭) নামের এক পুলিশ সদস্যকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শিখা খাতুন, ছেলে লিংকন ও মেয়ে লিমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রবিবার সকাল ১০টার দিকে ওই পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়।
নিহত ওবাইদুর ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকপুর ইউনিয়নের বাকড়ী গ্রামের মৃত দবির হোসেনের ছেলে।
ঝিনাইদহ থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, সকাল ৮টার দিকে ওবাইদুর স্থানীয় দোকান থেকে চা পান করে বাড়িতে যায়। এরপর সকাল ১০টার দিকে এলাকাবাসীর নিকট থেকে খবর পেয়ে তার বাড়ীর প্রাচীরের মাঝ থেকে ওবাইদুরের লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2024/05/1-158-622x350.jpg)
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2024/05/1-146-622x350.jpg)
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2024/05/1-136-622x350.jpg)
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন