শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুলিশের অনুসন্ধানে ধরা বিএমপির কেলেঙ্কারি

বরিশাল মহানগর পুলিশে (বিএমপি) পদোন্নতির প্রতিশ্রুতি দিয়ে ঘুষ নেওয়ার ঘটনাটি ধরা পড়েছে পুলিশেরই গোয়েন্দা নজরদারিতে। গোপন সূত্র থেকে খবর পেয়ে পুলিশ সদর দপ্তরের ‘ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড’ শাখা বিষয়টি নিয়ে অনুসন্ধান চালায়। চলতি সপ্তাহে একটি তদন্ত প্রতিবেদনে বিএমপিতে ঘুষ কেলেঙ্কারির চিত্র উঠে আসে। এই ঘুষখোর দলটির প্রধান ছিলেন উপকমিশনার (ডিসি-উত্তর) জিল্লুর রহমান। এমন তথ্যের ভিত্তিতে গত রবিবার রাতে প্রথম দফায় বিএমপির ১০ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। সর্বশেষ গতকাল বুধবার সেখানকার ডিসি জিল্লুর রহমানকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্ত করে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ, দুর্নীতি এবং পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, “অপরাধীর বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। কেউ কোনো ফৌজদারি অপরাধ, দুর্নীতি করলে সে পুলিশ হিসেবে গণ্য হবে না। তাকে অপরাধী হিসেবে গণ্য করে আইনের আওতায় আনা হচ্ছে। এ ধরনের অপরাধীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। যারা শৃঙ্খলা ভঙ্গ বা অসদাচরণ করবে তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্র জানায়, সম্প্রতি বিএমপিতে নতুন পদ সৃজনের মাধ্যমে পদোন্নতি লাভের জন্য চাঁদার মতো করে ঘুষ গ্রহণ শুরু হয়। নিম্ন পদের পুলিশ সদস্যদের প্রলুব্ধ করে কয়েকজন এই টাকা হাতিয়ে নিচ্ছিলেন- এমন অভ্যন্তরীণ গোয়েন্দা তথ্য পেয়েছিল পুলিশ সদর দপ্তর। ‘ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড’ শাখা ওই বিষয়টিতে অনুসন্ধানে নামে। পুলিশ সদর দপ্তর থেকে একটি দল বরিশাল ঘুরে অভিযোগের সত্যতা পায়। এরপর তারা গোপন প্রতিবেদন দেয়। পরে ঘটনাটি তদন্তে পুলিশ সদর দপ্তর থেকে বিএমপির সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিও একই রকম অভিযোগ পায়। গত ২৭ জুন সেই প্রতিবেদনের ভিত্তিতে ২৮ জুন রবিবার প্রথম দফায় ১০ জনকে বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্ত হওয়াদের মধ্যে চারজন কর্মকর্তা ও ছয়জন কনস্টেবল রয়েছেন। তাঁরা হলেন রিজার্ভ অফিসের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিসুজ্জামান, এএসআই মনির হোসেন, নায়েক কবির হোসেন, ড্রাইভার শহীদুল ইসলাম, বাবলু জোমাদ্দার, রেশন স্টোরের আব্বাস উদ্দিন, আরিফুর রহমান, ডিবির কনস্টেবল তাপস কুমার মণ্ডল, ড্রাইভার দোলন বড়াল এবং কোতোয়ালি মডেল থানায় কর্মরত ও সদ্য বদলি হওয়া এসপিবিএনের এএসআই হানিফ। পুলিশের তদন্তে পদোন্নতির জন্য ৭৭ লাখ টাকা ঘুষ সংগ্রহের প্রধান হিসেবে ডিসি জিল্লুর রহমানের নাম উঠে আসে।

বিএমপি ও সদর দপ্তর সূত্র জানায়, বিএমপির ২৩০ পুলিশ সদস্য বিশেষ পরীক্ষায় পদোন্নতির জন্য পাস করে পদায়নের অপেক্ষায় আছেন। শূন্যপদ না পেলে তাঁরা পদোন্নতি পাচ্ছেন না। বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে ২০১২ সালে পাঁচ হাজার ৯০ জনের নতুন পদ সৃষ্টির প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই পদের বিপরীতে ৮৫০ পদের জন্য সম্প্রতি সংস্থাপন মন্ত্রণালয় অনুমোদন দেয়। পরে অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। ওই পদে পদোন্নতি পেতে পাস করে বসে থাকা কনস্টেবলরা তদবির শুরু করেন। বিএমপির একটি চক্র তাঁদের পদোন্নতির প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতি ৩০ হাজার থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত ঘুষ সংগ্রহ করে। আর এই চক্রের নেতৃত্বে ছিলেন ডিসি জিল্লুর রহমান।

অভিযোগ রয়েছে, জিল্লুর রহমানসহ আরেক কর্মকর্তার নির্দেশনায় বডিগার্ড কনস্টেবল বাবলু, অস্ত্রাগারে কর্মরত পুলিশের নায়েক কবির, কাউনিয়া থানার এএসআই মনির মিলে ২৩০ জনের কাছ থেকে বিপুল পরিমাণ ঘুষ তোলেন। তাঁদের তিনজনের নামেই যৌথ অ্যাকাউন্টে রাখা হয় ১৬ লাখ টাকা, যা পরে জানাজানি হলে গত ১৭ জুন বরিশাল পুলিশ সদর দপ্তরে আসা ফ্যাক্স বার্তার মাধ্যমে ‘পুলিশের সিকিউরিটি সেল’ তাঁদের তলব করে ঢাকায় নিয়ে যায়। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে রবিবার ১০ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদর দপ্তর। গতকাল বরখাস্তের ব্যাপারে জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে অফিসে এবং টেলিফোনে পাওয়া যায়নি।

বিএমপির কমিশনার শৈবাল কান্তি চৌধুরী বলেন, ‘পদোন্নতি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কতিপয় বিপথগামী পুলিশ সদস্য সহকর্মীদের কাছ থেকে ঘুষ নিয়েছে। এ কারণে ইতিপূর্বে ১০ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। আর তাদের সঙ্গে উপকমিশনার জিল্লুর রহমান সম্পৃক্ত ছিলেন এমন অভিযোগ পাওয়ায় তাঁকেও সাময়িক বরখাস্ত করে পুলিশের হেডকোয়ার্টারস। পুলিশ কমিশনার আরো জানান, ইতিপূর্বে বিএমপির উপকমিশনার (সদর) শোয়েব আহম্মদের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কাল (আজ) বৃহস্পতিবার প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারিত রয়েছে। সেই প্রতিবেদনে অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি

ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন

ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক
  • সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিমানের লাগেজ থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
  • মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষকের কারাদণ্ড
  • বেনজীরের ঢাবি’র পিএইচডি ডিগ্রি বাতিলের প্রস্তাব
  • মতিউর গোয়েন্দা নজরদারির মধ্যে দেশেই আছেন