পুলিশের চোখ ফাঁকি দিয়ে জামায়াতের মিছিল
জামায়াতের মিছিল ঠেকাতে চারদিকে পুলিশের কড়া নজরদারি। বগুড়া শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ। যেকোনো নাশকতা এড়াতে শহরের সাতমাথায় রায়টকার ও জল কামান প্রস্তুত। তবে এতো কিছুর মাঝেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে অল্প সময়ের জন্য হলেও মিছিল ও সমাবেশ করেছে জামায়াত-শিবির।
কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সহকারি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে মঙ্গলবার সকালে এ মিছিল সমাবেশ করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে সকাল সাড়ে ৭টায় শহরের নিশিন্দারা কারবালা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে জামায়অত-শিবির। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াত নেতা মাওলানা শাহাদত হোসাইন খান, জিল্লুর রহমান, গোলাম আযম, শিবির নেতা হাসিবুর রহমান, কিবরিয়া, জয়নাল আবেদীন প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে গ্রেপ্তার সব নেতাকর্মীর মুক্তির দাবি জানানো হয়। উল্লেখ্য, দীর্ঘ দিন পর বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
তবে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, জামায়াত-শিবির শহরে মিছিল করেছে এমন তথ্য পুলিশের কাছে নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন