পুলিশের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে নির্যাতনের অভিযোগ
বরিশালের আগৈলঝাড়া থানার ওসি ও পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গতকাল শনিবার দুই দফায় নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতনের শিকার আসাদুজ্জামান বাদল সেরাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসাংগঠনিক সম্পাদক।
পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান বলেন, ওসির কাজে বাধা দেওয়া ও রাস্তায় গাছ রাখাকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আসাদুজ্জামান গতকাল দুপুরে দক্ষিণ শিহিপাশা গ্রামের সড়কের পাশে গাছ রেখে একটি দোকানে চা পান করছিলেন। এ সময় ওই পথ দিয়ে ওসি মনিরুল ইসলাম থানার পিকআপ ভ্যান নিয়ে সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর বাড়ির দিকে যাচ্ছিলেন। সড়কের পাশে রাখা গাছ পিকআপ ভ্যানে বাধলে ওসি মনিরুল বাদলকে মারধর করেন।
আসাদুজ্জামান বলেন, মারধরের পর ওসি চলে যান। বিচার চাইতে বাদল সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর বাড়ি যান। বাদলকে সাংসদের বাড়িতে ঢুকতে দেখে ওসি মনিরুল ইসলাম উত্তেজিত হয়ে পড়েন। এ সময় ওই বাড়ির চত্বরে দ্বিতীয় দফায় বাদলকে নির্যাতন করেন। ওসি মনিরুল ইসলাম বলেন, ‘আমি নির্যাতন করেছি কথাটা ঠিক নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
আমতলীতে তৃতীয়বার মেয়র হলেন মতিয়ার রহমান
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
বরগুনায় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা এলাকা থেকে কোটি টাকা মূল্যের ৩টিবিস্তারিত পড়ুন
পটুয়াখালী-৩: বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে হাসান
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নানা উসিলা আর উপলক্ষে নির্বাচনীবিস্তারিত পড়ুন