বুধবার, জুলাই ২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পূজার নিরাপত্তা : মাদরাসার দিকে নজর পুলিশের

আসন্ন শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে ঢাকা মহানগরীর ভেতরে ও এর বাইরের এলাকার মন্দিরগুলোতে থাকছে কঠোর নিরাপত্তা বলয়। পূজাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবারই প্রথম প্রতিটি মণ্ডপে বসানো হচ্ছে সিসি ( ক্লোজড সার্কিড) ক্যামেরা। মাঠে থাকছে র‌্যাব, পুলিশ, সাদা পোশাকধারী পুলিশ, ডিবি, সিআইডি, আনসারসহ আইন-শৃংঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা। এসবের পাশাপাশি এবার নারীরা যাতে কোনোভাবেই লাঞ্ছিত না হন তার জন্য গঠন করা হয়েছে মন্দির কমিটির সদস্য ও আইন-শৃংঙ্খলা বাহিনীর সমন্বয়ে পূজা সম্প্রীতি কমিটি। এদিকে নজরদারি বাড়ানো হয়েছে মাদরাসাগুলোতেও।

জানা গেছে, এবার হিন্দু সম্প্রদায়ের বড় এ উৎসবটিকে নিরাপদ করতে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। সম্প্রতি পুলিশের সদর দপ্তরে ডিএমপি কর্মকর্তাদের নিয়ে ক্রাইম কনফারেন্সে পূজার সার্বিক বিষয় নিয়েও আলোচনা করা হয়। সেখান পুলিশের ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া নানান নির্দেশনা দেন। পূজায় কীভাবে নিরাপত্তা দেয়া হবে এবং পূজা শুরুর আগে-পরে এবং শেষের দিন কীভাবে কাজ করবে আইন-শৃংঙ্খলা বাহিনী তাও বলে দেয়া হয় প্রতিটি থানা, জোনের কর্মকর্তাকে।

সার্বিক নিরাপত্তার জন্য প্রতিটি মন্দিরে গঠন করা হয়েছে সম্প্রীতি কমিটি। মন্দির কমিটির সদস্য, সেই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইন-শৃংঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির লোকেরা আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগযোগ রাখবেন।

জঙ্গি সংগঠন বা উগ্রবাদী গোষ্ঠী যাতে কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে তার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে। যেসব জঙ্গি সংগঠন এখনও সক্রিয় রয়েছে তাদের ব্যাপারে নজরদারি বাড়াতে বলা হয়েছে।

নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থাও নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এরই অংশ হিসেবে এবার রাজধানীর প্রতিটি মাদরাসায় নজরদারি বাড়ানো হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের সম্পর্ক বাড়ানোর ব্যাপারে দেয়া হয়েছে জোর তাগিদ।

বৈঠক সূত্রে জানা গেছে, এবার পূজায় প্রতিটি মন্দিরে দেয়া হবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। এ জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ চলে গেলে যাতে বিদ্যুতের ব্যাক-আপ পাওয়া যায় তার জন্য মন্দির কমিটিকেও বলা হয়েছে। সবধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মণ্ডপে বসানো হবে সিসি (ক্লোজড সার্কিড) ক্যামেরা।

পূজায় প্রতি বছরই ঘটে যৌন হয়রানি ও ছিনতাইয়ের ঘটনা। ফলে এবার নারীদের নিরাপত্তার বিষয়টি কঠোরভাবেই দেখছে ডিএমপি। ইভটিজার ও ছিনতাইকারীদের নিবৃত্ত করতে পোশাকী পুলিশ ছাড়াও সাদা পোশাকধারী ডিবি ও সিআইডির সদস্যরাও মাঠে থাকছেন। কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটালেই তার বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

জানা গেছে, পূজা শুরুর আগেই প্রতিটি মন্দির পরিদর্শন করেছেন সেই এলাকা, জোন ও থানার এসি, ডিসি ও ওসিরা। পূজা শুরুর আগে তারা আবারও পরিদর্শন করবেন সেইসব মন্দির।

এ ব্যাপারে ডিএমপি পুলিশের যুগ্ম কমিশনার ( ডিসি মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, ‘পূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে মাঠে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে। উৎসবটিকে ছন্দময় করতে সব ধরনের ব্যবস্থা নেয়া য়েছে।’

তিনি আরও বলেন, ‘পূজা মন্দিরে নারীরা যাতে কোনোভাবেই যৌন হয়রানি বা ছিনতাইয়ের শিকার না হন তার জন্য সতর্ক থাকবে পুলিশ।’

এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল

ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর

ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা
  • দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াত
  • উপদেষ্টা: গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সক্ষম সদস্যরা অগ্রাধিকার পাবেন চাকরিতে 
  • ইরানে সরকার পরিবর্তন চান না ট্রাম্প
  • কমলো স্বর্ণের দাম, ভরি পৌনে দুই লাখের কাছাকাছি
  • ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর গুলি, ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭১
  • গোলাম পরওয়ার: নির্বাচন সুষ্ঠু না হলে মহাদুর্যোগ নেমে আসবে
  • আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র