পূজায় পরিবারের সঙ্গে ঘুরছেন দেবাশীষ বিশ্বাস
জনপ্রিয় উপস্থাপক ও চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাস প্রতিবছর শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে যান। তাঁর নাকি উদ্দেশ্য একটাই, নারায়ণগঞ্জের বিভ্ন্নি পূজামণ্ডপ ঘুরে দেখা। গতকাল রোববার পূজার অষ্টমীর দিনে নারায়ণগঞ্জে ঘুরতে গিয়েছিলেন দেবাশীষ বিশ্বাস। তবে তিনি একা যাননি। স্ত্রী ও একমাত্র ছেলে দেবজিৎকে সঙ্গে নিয়ে গেছেন।
এ বিষয়ে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমি সব সময় সপ্তমী পূজার দিন পুরান ঢাকায় করি। অষ্টমীর দিন নারায়ণগঞ্জে করি। আর নবমীর দিন নতুন ঢাকার বিভিন্ন পূজামণ্ডপে যাই। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। পরিবারকে সঙ্গে নিয়ে বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা দেখতে আমার ভালো লাগে।’
পূজায় ঘোরার অভিজ্ঞতা নিয়ে দেবাশীষ বিশ্বাস আরো বলেন, ‘ছোটবেলায় বিভিন্ন পূজামণ্ডপে বাবার সঙ্গে ঘুরতাম। এখন আমি আমার ছেলেকে নিয়ে ঘুরছি। এ আনন্দ বলে বোঝানো যাবে না। আর এখন পূজামণ্ডপে গেলে ভক্তদের সঙ্গে সেলফি তুলতে তুলতেই সময় পার হয়ে যায়। এ ছাড়া এক পাড়ার পূজা দেখতে গেলে অন্য পাড়ার লোকজন খুব মন খারাপ করে। সবার অনুরোধও রাখি।’
বিভিন্ন চ্যানেলের টিভি অনুষ্ঠান উপস্থাপনা করে আর পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে এবারের দুর্গাপূজাও বেশ ভালো কাটছে বলে জানান দেবাশীষ বিশ্বাস।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন