সোমবার, মার্চ ২৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পৃথিবীকে নিরাপদ করতে ড. ইউনূসের তিন শূন্য থিওরি

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বর্তমান পৃথিবীকে নিরাপদ করতে হলে আমাদের ‘তিন শূন্য থিওরি’ বাস্তবায়ন করতে হবে। তাই পৃথিবীকে নিরাপদ করতে তিন শূন্য চাই।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার সকালে ‘সোস্যাল বিজনেস ডে-২০১৫’ উপলক্ষে এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, এই তিন শূন্যের প্রথমটি হচ্ছে দারিদ্র্য। যা শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। দ্বিতীয় শূন্য বেকারত্ব। বেকারত্বও শূন্যের কোটায় নামাতে হবে। আর তৃতীয় শূন্য হচ্ছে_ কার্বন নিঃসরণ। কার্বন নিঃসরণও শূন্যের কোটায় নামাতে পারলে পৃথিবীকে নিরাপদ করা যাবে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘পৃথিবীকে নিরাপদ করতে হলে আমাদের দরিদ্রতা, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। এ তিনটি বিষয় বাস্তবায়ন করা গেলে পৃথিবীকে নিরাপদ করা যাবে। পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।’ তিনি আরো বলেন, ‘পৃথিবীতে মোট সম্পদের ৫০ ভাগ মাত্র ৮৫ জন লোকের হাতে রয়েছে। বাকি ৫০ ভাগ সম্পদের মালিক বাকি জনগণ। তাই সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে হলে আমাদের বেশি বেশি উদ্যোক্তা তৈরি করতে হবে। এ জন্য বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার যে ধারণা সেটি ছড়িয়ে দিতে হবে।’

নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদ বলেন, ‘উদ্যোক্তা হওয়ার জন্য মানুষের জন্ম হয়েছে। অথচ তরুণদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে। পড়াশোনা শেষে তারা চাকরির পেছনে ছুটছে। চাকরি না পেলে তারা বেকার হয়ে বসে আছে। তরুণদের রয়েছে অপরিসীম সম্ভাবনা। তাদের আমরা সেই সম্ভাবনার পথ দেখাতে চাই। উদ্যোক্তারা ব্যবসার ধারণা দেবে। আমরা তাদের পুঁজি দিয়ে তার ব্যবসার অংশীদার হতে চাই। এটিই সামাজিক ব্যবসার ধারণা।’

অধ্যাপক ড. ইউনূস বলেন, ‘আমাদের স্বপ্ন দেখতে হবে। সে স্বপ্ন বাস্তবায়নে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্য নির্ধারণ করলে স্বপ্ন বাস্তবায়ন সহজ হয়। স্বপ্ন বাস্তবায়নে আমাদের তরুণ সমাজ, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসা নিশ্চিত করতে হবে।’ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বলেন, বর্তমানে প্রতিদিন পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে। যারা পৃথিবীতে আসছে তাদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা আমাদের দায়িত্ব। আমরা শুধু প্রবৃদ্ধি চাই না, প্রবৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়ন চাই। তরুণ উদ্যোক্তাদের হাত ধরে আমরা পৃথিবীকে বাসযোগ্য করতে চাই। এ কারণে আমাদের সস্নেস্নাগান_ ‘আমরা চাকরি প্রার্থী নই, চাকরিদাতা হতে চাই।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, ঢাকা সফরকারী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উপদেষ্টা শরিফা হাফসা, সুইডেনের রাষ্ট্রদূত জন ফ্রিশেন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে বারিধারা ডিওএইচএসের একটি বাড়ি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি তফসিল ঘোষণার পর দেশেবিস্তারিত পড়ুন

বগুড়ার ট্রাকের ধাক্কায় দু’জন নিহত, আহত ২১ জন

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দু’জন নিহত ও অন্তত ২১ জনবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে ৮ সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিল থেকে আট সদস্যকে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন

  • নাহিদ: আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করতে হবে
  • মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া
  • শহরের এক নীরব ঘাতক শব্দদূষণ
  • বিয়ের প্রলোভনে ধর্ষণে সর্বোচ্চ সাজা ৭ বছর
  • প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি থাকছে না
  • রেমিট্যান্সে নতুন রেকর্ডের সম্ভাবনা
  • যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৬ সরকারি কর্মকর্তা
  • ‘ধর্ষণ-হত্যার হুমকি’র বিচার চেয়ে রাস্তায় মা-মেয়ে
  • ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত
  • ‘ঢাকার অলি-গলিতে মোটরসাইকেল টহল বাড়ানো হবে’
  • মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *