রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

পেরুকে ২-১ গোলে হারায় ব্রাজিল।

বিশ্বকাপের পর টানা ১০টি ম্যাচ জেতা ব্রাজিল প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে নেমেই হোঁচট খেতে বসেছিল। তবে যোগ করা সময়ের গোলে পেরুকে হারিয়ে কোপা আমেরিকার সূচনাটা ভালোই হলো টুর্নামেন্টের আট বারের চ্যাম্পিয়নদের। নেইমারের নৈপুণ্যে পিছিয়ে পড়েও পেরুকে ২-১ গোলে হারায় ব্রাজিল। ম্যাচের প্রথম দুটি গোল হয় শুরুর ৫ মিনিটের মধ্যে। ক্রিস্তিয়ান কুয়েভোর গোলে পিছিয়ে পড়ার পর সেটা শোধ করেন নেইমার। ড্রর দিকে এগুতে থাকা ম্যাচের যোগ করা সময়ে নেইমারের পাস থেকে দগলাস কস্তার গোলে মূল্যবান ৩ পয়েন্ট পায় ব্রাজিল।

বাংলাদেশ সময় সোমবার ভোরে চিলির তেমুকো শহরে হওয়া ম্যাচের তৃতীয় মিনিটে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হতবাক করে এগিয়ে যায় পেরু।

মিডফিল্ডার ক্রিস্তিয়ান কুয়েভোর গোলটিতে অবশ্য দায় ব্রাজিল ডিফেন্ডার দাভিদ লুইস ও গোলরক্ষক জেফারসনের। ছোট ডি-বক্সের মাঝে বল বিপদমুক্ত না করে গোলরক্ষকের দিকে বাড়ান লুইস। আর জেফারসন আলতো করে সামনে বল বাড়ালে তা পেয়েই লক্ষ্যভেদ করেন কুয়েভা।

নেইমারের কল্যাণে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের অবশ্য বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি। দুই মিনিট বাদেই সমতায় ফেরে তারা। ডান দিক থেকে দানি আলভেসের দারুণ একটি ক্রসে ডি-বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেড করে বল জালে জড়ান ব্রাজিল অধিনায়ক।

জাতীয় দলের হয়ে ৬৩ ম্যাচ খেলে নেইমারের এটি ৪৪তম গোল।

পঞ্চদশ মিনিটে দলকে এগিয়ে দেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন নেইমার। ছোট ডি বক্সের সামনে থেকে তার নেওয়া শট পেরুর গোলরক্ষককেও পরাস্ত করেছিল, কিন্তু গোললাইনের কাছ থেকে সেটা ঠেকিয়ে দেন ডিফেন্ডার লুইস আদভিনকুলা।

পরক্ষণেই চিলির পাল্টা আক্রমণে গোলে শট নিয়েছিলেন কুয়েভা। তবে নিচু শটটি দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন জেফারসন।

৫৩তম মিনিটে দর্শনীয় এক গোল থেকে নেইমারকে বঞ্চিত করে পোস্ট। ডি বক্সের বাইরে বল পেয়ে হঠাৎ করেই জোরালো শট নিয়েছিলেন তিনি। বাঁকানো শটটি গোলরক্ষককে ফাঁকি দিলেও কাঁপিয়ে দেয় ক্রসবার।

৭৫তম মিনিটে দ্বিতীয়ার্ধের দারুণ একটি সুযোগ নষ্ট করে ব্রাজিল। পাল্টা আক্রমণে বল নিয়ে এগিয়ে নেইমার বল পাঠিয়েছিলেন বদলি খেলোয়াড় দগলাস কস্তাকে। কিন্তু গোলরক্ষকের উপর দিয়ে পাঠানো চিপ গোলে ঢোকেনি; নেইমারও এগিয়ে গিয়ে তা ধরতে পারেননি।

১-১ গোলে ম্যাচ যোগ করা সময়ে গড়ানোয় পয়েন্ট হারানোয় শঙ্কায় পড়ে গিয়েছিল ব্রাজিল। ওখান থেকে দলকে রক্ষা করেন শাখতার দোনেস্কের মিডফিল্ডার কস্তা। তবে গোলটিতে সবচেয়ে বড় অবদান ছিল নেইমারের।

ডি বক্সের বাইরে বাঁ-দিক থেকে অসাধারণ রক্ষণচেরা একটি পাস দেন বার্সেলোনার হয়ে ট্রেবল জেতা নেইমার। তা থেকে অনায়াসে গোলরক্ষককে পরাস্ত করে ব্রাজিলকে জয় এনে দেন কস্তা।

গত বিশ্বকাপের পর দ্বিতীয় মেয়াদে যোগ দেওয়া কোচ দুঙ্গার অধীনে ব্রাজিলের এটা টানা একাদশ জয়।

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় কলম্বিয়ার বিপক্ষে ‘সি’ গ্রুপের পরের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

রোববার রাতে গ্রুপের অন্য ম্যাচে ভেনেজুয়েলার কাছে ১-০ গোলে হেরে যায় কলম্বিয়া।

এই সংক্রান্ত আরো সংবাদ

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেবিস্তারিত পড়ুন

  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রথম কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ধানমন্ডিতে রাস্তায় পড়ে থাকা ল্যান্ড ক্রুজারটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের