পৌর ভোটে আবারো সেনা মোতায়েনের দাবি বিএনপির

নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে পৌরসভা নির্বাচনে আবারো সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে যায়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এতথ্য জানান।
এছাড়া বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষন করবে এমন ১০টি সংস্থার ব্যাপারে আপাত্তি জানিয়েছে বিএনপি। মঈন খান বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আরও ভূমিকা রাখার কথা বলেছি। গত এক সপ্তাহে নির্বাচনের আবহ পরিবর্তন হয়েছে। শুরুর দিকে যে অবস্থা ছিল এখন পরিবেশের চরম অবনতি হয়েছে।’
তিনি আরও বলেন, নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য সেনা মোতায়েনের প্রয়োজন ছিল। এতে মানুষের উৎসাহ থাকত। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নির্বিঘ্ন হতো।
বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম, সুজাউদ্দিন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
এর আগেও বিএনপি পৌর নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশংকা প্রকাশ করে সেনা মোতায়েনের দাবি জানিয়েছিল। তবে প্রধান নির্বাচন কমিশন এ দাবি নাকচ করে দিয়েছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন