প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবির সেনগুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকারের। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন নতুন ছবি ‘চলচ্চিত্র সার্কাস’ এর নায়িকা। তবে তিনি কোনো পরিচালকের সঙ্গে ডেট করেননি বলেও সাক্ষাৎকারে জানান।
দুই পরিচালকের সঙ্গে প্রেমের সম্পর্ক বিষয়ে প্রশ্ন করা হলে উত্তরে পায়েল বলেন, ‘হ্যা, দুজন পরিচালকের সঙ্গে আমার রিলেশন ছিল সেটা অস্বীকার করার কোনো কারণ নেই। তবে কোনো পরিচালক বা প্রযোজকের সঙ্গে কখনো ডেট করিনি। করতে হয়ওনি। এটা নিশ্চিত করে বলতে পারি।’
প্রেম বিষয়ক প্রশ্নে নায়িকা আরও বলেন, ‘সত্যি বলছি, সম্পর্কে জড়িয়ে গেলে কাজের ক্ষতি হয়। আমাদের পেশাটা খুব ডিমান্ডিং। এই পরিস্থিতিতে দুটো লোকের তালমিলটা জরুরি। মা-বাবাও কোনো চাপ দেন না। আসলে তাঁরা আমাকে সব সময়ই খুব বেশি স্বাধীনতা দিয়েছেন। সম্পর্কে গেলেই দেখেছি সেই স্বাধীনতাটা হারিয়ে যাচ্ছে। স্পেস পাচ্ছি না। এটা হয়তো আমারই সমস্যা। তাই সব সম্পর্ক ভেঙে আপাতত সিঙ্গল।’
সাক্ষাৎকারে অভিনীত ছবির ব্যর্থতা নিয়েও কথা বলেন পায়েল। ফ্লপ ছবি নিয়ে এক প্রশ্নের জবাবে পায়েল বলেন, ‘এখনো আমাদের সমাজটা পুরুষ শাষিত। ছবি হিট হলে তার পুরো কৃতিত্বই নায়ক এবং পরিচালকের দিকে যায়। তবে ছবি ফ্লপ হলে তার দায় কেন নায়িকাকে নিতে হবে। ফ্লপের দায়ও নায়ক এবং পরিচালকের। যদি ‘কুইন’ এর মতো কোনো ছবি পাই এবং সেটা যদি না চলে তবেই মেনে নেব যে, ছবি আমার জন্য চলেনি। তার আগে নয়।’
বর্তমানে খুব একটা চলচ্চিত্রে দেখা যায় না পায়েল সরকারকে। তবে এবারের পুজোয় মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘চলচ্চিত্র সার্কাস’। ছবিটিতে নায়িকা হিসাবে অভিনয় করেছেন পায়েল। ফিল্মে নিজের ক্যারিয়ার গড়তে যে সবকিছুই করতে পারেন। সহকারী পরিচালকের ভূমিকায় দেখা যাবে বলি ও টলিউডের সেক্স সিম্বল পাওলি দামকে। আগামী ২৬ সেপ্টেম্বর পুজোর ষষ্ঠীর দিনে মুক্তি পাবে পায়েলের ‘চলচ্চিত্র সার্কাস’।
সংবাদটি শেয়ার করুন
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন