প্রতি উপজেলায় বৃদ্ধাশ্রম করার সুপারিশ
দেশের প্রতিটি উপজেলায় সরকারিভাবে একটি করে বৃদ্ধাশ্রম করার সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
দেশের সব স্থানে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার, অদক্ষ প্রযুক্তি ব্যবহারের কারণে রিরোলিং মিলসহ বিভিন্ন শিল্পে সনাতনী যন্ত্রপাতি ব্যবহারের কারণে যে গ্যাস ও বিদ্যুৎ অপচয় হচ্ছে তা রোধ করার ব্যবস্থা করতেও সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে পল্লী বিদ্যুৎ সমিতিকে ভেঙে প্রাইভেট কোম্পানি আইনে নেওয়ার ব্যবস্থা করা, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দেশে কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং মাঝারি শিল্প স্থাপনে উৎসাহিত করাসহ বিগত বৈঠকে গৃহীত সব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করে সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য আ হ ম মুস্তফা কামাল, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, মো. তাজুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশগ্রহণ করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ হান্নান।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?
চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন
‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান
শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন
শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন