প্রথমবার ফাইনালে ক্যারিবীয় নারীরা
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড নারী দলকে ৬ রানে হারিয়ে প্রথমবারের মত ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। আগামী ৩ এপ্রিল ফাইনালে তাদের প্রতিপক্ষ অজি নারীরা।
বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ক্যারিবীয় নারীদের দেয়া ১৪৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে কিউই নারীরা।
দলের পক্ষে সারা ম্যাকগ্লাসান সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া অ্যামি স্যাটার্থওয়েট ২৪ ও সোফি ডিভাইন ২২ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন স্টাফানি টেইলর।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে ক্যারিবীয় নারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন ব্রিটনে কুপার। কিউই নারী দলের পক্ষে সোফি ডিভাইন ৪টি উইকেট নেন। ম্যাচ সেরা হন ব্রিটনে কুপার।
এর আগে তিনবার সেমিফাইনাল খেললেও একবারও ফাইনালে উঠতে পারেনি ক্যারিবীয় নারীরা। আর নিউজিল্যান্ড নারী দল দুইবার ফাইনাল খেললেও একবারও শিরোপা জিততে পারেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন