বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রথম স্মার্টকার্ড বিতরণ উত্তরা, রমনা, দাসিয়ারছড়ায়

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক দাসিয়ারছড়া ছিটমহলে গত বছরের ১ আগস্ট এসেছিল নতুন সকাল। ছিটমহলবাসীর তকমা ঝেড়ে ফেলে ওই দিন থেকে তারা পেয়েছিল বাংলাদেশি পরিচয়। আর এবার দেশের বেশির ভাগ এলাকার নাগরিকদের আগেই উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ডও পেতে যাচ্ছে দাসিয়ারছড়াবাসী।

আগামী ৩ অক্টোবর ফুলবাড়ীর দাসিয়ারছড়া ছাড়াও রাজধানীর উত্তরা ও রমনা এলাকার অধিবাসীরা প্রথমবারের মতো হাতে পাবে এই স্মার্টকার্ড।

আজ সোমবার দুপুরে শেরে বাংলানগরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন।

আগামী ২ অক্টোবর প্রধানমন্ত্রী উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন জানিয়ে মো. সালেহ উদ্দিন বলেন, এরপর ৩ অক্টোবর থেকে কুড়িগ্রাম ও ঢাকায় স্মার্টকার্ড বিতরণ শুরু হবে। এ কাজের জন্য এরইমধ্যে ঢাকার দুটি থানায় ৫৫ জন অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে। উত্তরায় ৩০ জন এবং রমনার জন্য ২৫ জন অপারেটর কাজ করবে।

প্রাথমিক প্রকল্পের মতো এই দুই এলাকায় কাজ চলবে জানিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, এ ক্ষেত্রে একটিতে সাতদিন অন্যটিতে পাঁচদিন ধরে কাজ চলবে। এই দুই থানায় কাজ শেষ হলেই অন্য থানায় কার্যক্রম শুরু হবে। এ জন্য গণমাধ্যমে বিস্তারিতভাবে প্রচারণা চালানো হবে। শুক্র-শনিবার নাগরিকদের সাড়া বেশি পাওয়া যাবে বলে ধারণা করছে ইসি। সে ক্ষেত্রে কার্ড বিতরণের জন্য কাউন্টারের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি। প্রতিটি ওয়ার্ডে ক্যাম্প করে সেখানে কাউন্টার বসিয়ে কাজ করবে অপারেটররা।

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় মোট ৭৫ হাজার ভোটারকে স্মার্টকার্ড দেওয়া হবে। এর মধ্যে বিলুপ্ত হয়ে যাওয়া ছিটমহলগুলোর অধিবাসীরাও রয়েছে। অন্যদিকে ঢাকার প্রায় ৫০ লাখ ভোটার স্মার্টকার্ড পাবে। এরপর ধারাবাহিকভাবে দেশের সব ভোটারকে উন্নতমানের এই কার্ড দেওয়া হবে বলে জানান মো. সালেহ উদ্দিন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, স্মার্টকার্ড জাল করা দুঃসাধ্য করা হয়েছে। এ ছাড়া আগামী বছরের শেষ নাগাদ এই কার্যক্রম শেষ করতে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির