প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা বৃদ্ধি
দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির মঙ্গলবার পরিদর্শনে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্দির ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার বিকেল থেকে এসএসএফ, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, এনএসআই, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মন্দিরসহ আশপাশের এলাকা পরিদর্শন করেন। ডগ স্কয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা পূজা মন্ডপ ঘুরে নিরাপত্তা পর্যবেক্ষন করেন। এছাড়া মন্দিরে পুলিশ কন্ট্রোল রুম ও সিসিটিভির মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে।
মহানগর কেন্দ্রীয় পূজা মন্ডপ শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি জানান, মঙ্গলবার প্রধানমন্ত্রী মন্দিরে আসবেন। তার আগমন উপলক্ষে মন্দিরের নিরাপত্তাসহ সকল কাজ সম্পন্ন করা হচ্ছে। এদিন দুস্থদের মাঝে বস্ত্র বিতরন করা হবে।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় ষষ্ঠী বিহিত পূজা, সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস এবং সন্ধ্যায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান।
মঙ্গলবার দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও মহাসপ্তমী বিহিত পূজা। দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা।
এদিকে হিন্দুধর্মালম্বীরা যাতে নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন