বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর কাছে ওমর সানির খোলা চিঠি

সম্প্রতি চলচ্চিত্র অঙ্গনে আলোচনা-সমালোচনার বিষয়বস্ত ছিল যৌথ প্রযোজনার ছবি। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় ছবি বিনিময়। যদিও বিষয়টি নিয়ে চলচ্চিত্রসংশ্লিষ্টরা অনেকদিন ধরেই সমালোচনা করছিলেন।

সম্প্রতি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে কলকাতার নায়ক দেব অভিনীত ‘চ্যাম্প’ ছবিটি আসছে। আর কলকাতায় যাচ্ছে বাংলাদেশের নায়িকা মৌসুমী হামিদ অভিনীত ‘মাস্তানি’ ছবিটি। এ খবর প্রকাশিত হওয়ার পর থেকেই ফের আলোচনায় আসে সাফটা চুক্তির বিষয়টি। আর এরপর থেকেই চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই বলছেন এ চুক্তিটি বাতিল করা হোক।

এর কারণ হিসেবে তারা বলেছেন,‘নিয়ম মেনে ছবি বিনিময় হলেও ছবির মানের ক্ষেত্রে ভারসাম্য ঠিক রাখা হয় না। কলকাতার ছবিগুলো বাংলাদেশে অনেকগুলো হলে মুক্তি পেলেও বাংলাদেশের ছবিগুলো গুটি কয়েক হলে মুক্তি পায়। কারণ ছবিগুলো মানহীন। আর থাকে না কোনো প্রচারণাও।’

এদিকে গত কয়েকদিন আগে নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি সাফটা চুক্তির কড়া সমালোচনা করছেন। আর সাফটা চুক্তিকে বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রির ‘সাপ’ বলে বিবেচনা করে শিগগিরই চুক্তিটি বাতিলের দাবি তুলেছেন। এছাড়া গত ৫ জুলাই প্রধানমন্ত্রীর কাছে কাছে একটি খোলা চিঠি তিনি লিখেছেন।

সে চিঠিটি ‘আমাদের কষ্ঠস্বর’ এর পাঠকদের জন্য তুলে ধরা হলো-

আসসালামু আলাইকুম

প্রথমেই আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আপনি বাংলাদেশের অহংকারের অহংকার ও গৌরব। সরকারের যে কোন সিদ্বান্তই আমাদের মানতে হবে। বাংলাদেশের জনগণের মতামতের গুরুত্ব ও মর্যাদা আপনি সব সময়েই দিয়ে থাকেন।

আমি আপনার কাছে সাফটা চুক্তির কথা বলেছি। সার্কভুক্ত দেশের নিয়ম অনুসারে এক দেশের ছবি আরেক দেশে চলবে এই আইন হয়েছে। আমাদের চলচ্চিত্রের সময়টা খুবই খারাপ। তাই আপনার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি সাফটা চুক্তি বাতিলের। এই এফডিসি জাতির জনক বঙ্গবন্ধুর গড়া। জাতির জনক বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন তখন তার কাছে তৎকালীন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে গিয়েছিলেন।

তখন চলচ্চিত্র সংশ্লিষ্টদের বঙ্গবন্ধু একদিনের নোটিশে বলেছিলেন, এ দেশে কোন ভীনদেশীয় (হিন্দি, উর্দু, পাকিস্তানি) ছবি চলবে না। তখনকার সময় দেশের অবস্থা ছিল নাজুক। কিন্তু এ দেশ তো বর্তমানে সে অবস্থানে নেই। বর্তমানে অনেক উন্নত হয়েছে। আপনি তো জাতির জনক বঙ্গবন্ধুর সন্তান। আমরা খুব ভালোভাবেই জানি আপনিও আপনার বাবার মতো চলচ্চিত্রকে ভালোবাসেন। তাই আমরা চাই আপনার ভালোবাসা ও হাতের ছোঁয়া পেয়ে চলচ্চিত্রের স্বর্ণযুগ আবারও ফিরে আসুক।

যৌথ প্রযোজনার ছবি হোক, এটা আমরাও চাই। কিন্তু সবকিছু হয় যেন সমান সমান। আইন মেনে। আমাদের দেশের হলের অবস্থা ও পরিবেশ ভাল না। হলে যেয়ে আমাদের দেশের মানুষ ছবি দেখতে পারে সে পরিবেশ সৃষ্টি করতে হবে। এফডিসিতে সার্ভার থেকে শুরু করে অন্যান্য সকল সমস্যা সমাধান করার বিনীত অনুরোধ জানাচ্ছি।

আমরা চলচ্চিত্রের মানুষেরা চলচ্চিত্র নিয়ে মিলেমিশে থাকতে চাই। আমরা ভালোবাসা চাই। আবার ভালোবাসা দিতেও চাই। হানাহানি চাই না। আমাদের দেশটা অনেক সুন্দর। আমরা সব ধর্মের মানুষ এক সাথে বসবাস করি এ দেশে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ সোনার মতো করেই গড়তে চাই।

আমি চলচ্চিত্রের একজন অতি সাধারণ মানুষ। এ দেশেরই সন্তান। তাই আমার যদি কোন ভুল-ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

প্রসঙ্গত ২০০৪ সালে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। কার্যকর হয় ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে। এ চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারত বেশ কিছু সিনেমা বিনিময় করেছে ইতোমধ্যে। বাংলাদেশ থেকে ভারতে গেছে ‘ছুঁয়ে দিলে মন’, ‘সম্রাট’, ‘রাজাবাবু’সহ আরো বেশ কিছু সিনেমা। বাংলাদেশে এসেছে ভারতীয় সিনেমা ‘বেলাশেষে’, ‘অভিমান’, ‘তোমাকে চাই’,‘বেপরোয়া’, ‘যুদ্ধশিশু’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’, ‘ওয়ান্টেড’সহ আরো বেশ কিছু চলচ্চিত্র।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন