প্রাকৃতিক দুর্যোগ থাকা না থাকায় ঈদযাত্রায় স্বস্তি দেখছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী
কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে, এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় মহাসড়কের যানজট পরিস্থিতি ও রাস্তা সংস্কার কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
যানজট পরিস্থিতি পরিদর্শন শেষ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন: আমাদের একুশ হাজার নেতাকর্মীর রক্তের দাগ বেগম খালেদা জিয়া ও তার নেতাদের হাতে রয়েছে। সেই দাগ এখনো শুকায়নি।
কর্তব্যে অবহেলার জন্য গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা এবং মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহিবুল হককে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
কে গুপ্ত হত্যা বাংলাদেশে শুরু করেছে, এ প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন: আমাদের অনেক নেতা কর্মীদের পরিবার এখনো তাদের খুঁজে বেড়ায়। যাদের হাতে বাংলাদেশের মাটিতে রক্তের দরিয়ায় পরিণত হয়েছিলো, তাদের মুখে খুন-গুমের কথা মানায় না।
এসময় মন্ত্রীর সাথে হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান ও গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি. এ.কে.এম.নাহিন রেজা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নুর ইস্যুতে রনি: তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে কিছু হবে না
পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নুরকে সাংগঠনিকবিস্তারিত পড়ুন
বুধবার ফের অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
অধিভুক্তি বাতিল করে আলাদা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করতেবিস্তারিত পড়ুন
৩৮তম বিসিএসের ফল কোটামুক্ত প্রকাশ করতে হাইকোর্টের রুল
৩৮তম বিসিএসের ফল কোটামুক্তভাবে পুনর্মূল্যায়ন করে প্রকাশ করতে রুল জারিবিস্তারিত পড়ুন