প্রেমকাহিনীর টানে দেশে ফিরছেন শাকিব-জয়া

দু’জনই দেশে নেই। কলকাতায় একদিকে যৌথপ্রযোজনার ‘শিকারী’ নিয়ে ব্যস্ত শাকিব। অন্যদিকে অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’ চলচ্চিত্রে অভিনয়ের কাজে বেশকিছুদিন ধরে সেখানেই আছেন জয়া আহসান। এদিকে এ দু’জন অভিনীত পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু মুক্তি পেতে যাচ্ছে আসছে ৮ এপ্রিল। সিনেমাটির প্রচারে তাদের দেখা নেই তাদের। এ নিয়ে হতাশ সংশ্লিষ্টরা। এ হতাশা টের সম্ভবত দু’জনই টের পেয়েছেন। তাই একদিনে দু’জনই দেশে ফিরছেন।
আগামী ৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় বিএফডিসিতে অবস্থিত এটিএন বাংলার স্টুডিওতে ছবিটির অডিও অ্যালবাম প্রকাশ ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিন দেশে ফিরেই সরাসরি অনুষ্ঠানটিতে যোগ দেবেন দুই তারকা। বাংলামেইলকে এ খবর জানালেন ছবিটির পরিচালক সাফি উদ্দিন সাফি।
এ প্রসঙ্গে ছবির নির্মাতা সাফি উদ্দিন সাফি বলেন, ‘শাকিব-জয়া দুজনেই মিউজিক লঞ্চিং প্রোগ্রামে অংশ নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সবকিছু ঠিক থাকলে ৪ এপ্রিল সকালে তারা কলকাতা থেকে ঢাকায় এসে পৌঁছাবে।’
পহেলা বৈশাখকে কেন্দ্র করে মুক্তি প্রতিক্ষীত চলচ্চিত্রটির মাধ্যমে জনপ্রিয় এ দুই তারকা আবারো একসঙ্গে পর্দায় ফিরছেন। এ উপলক্ষে ছবিটির অডিও অ্যালবাম প্রকাশ ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন নির্মাতা সাফি। আগামী ৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় বিএফডিসিতে অবস্থিত এটিএন বাংলার স্টুডিওতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’র কাহিনীতে শাকিব খান তার অভিনয় জীবনে প্রথমবারের মতো ক্রিকেটার চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে এবারও আছেন জয়া আহসান। তিনি অভিনয় করেছেন সেরা মডেল চরিত্রে। শাকিব খান ছাড়াও জয়ার বিপরীতে অভিনয় করেছেন ইমন। ইমনের সঙ্গে এটিই জয়ার প্রথম ছবি। এ ছাড়া মৌসুমী হামিদও এ ছবিতে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। ওমর সানী আছেন জাতীয় দলের কোচের চরিত্রে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, শহীদুল আলম সাচ্চু, শিরিন বকুল, বীর জাদা, গুলশান আরা, ফারদিন মাহিসহ অনেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন