শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

প্রেম নিবেদনের ১৮ টি দারুন টিপস ও ৫টি উপায়

একজনকে আপনার ভালো লেগেছে। কিন্তু বলতে পারছেন না। ভাবছেন সম্পর্কটা হলে ভালই হতো। দূর থেকে অনেকবার দেখার চেষ্টা করেছেন, বুঝানোর চেষ্টা করেছেন। কিন্তু সফল হতে পারেননি। অপেক্ষা করছেন কবে যে সেই সুযোগটা আসবে। তবে কিছু বুদ্ধিমত্তা আর উপায় জানা থাকলে আপনি হয়তো পার পেয়ে যেতে পারেন সেই পরীক্ষায়। খুঁজে পেতে পারেন প্রিয কোন মুহুর্তে, ভালোলাগা কোন ক্ষনে ভালোলাগা মানুষটিকে। :—

এক:
জন্মদিন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের সকলের জীবনে। জন্মদিনে প্রিয় মানুষটির মন অনেক ভালো থাকে। তাই এই দিনটি ভালোবাসার কথা জানানোর জন্য একটি উপযুক্ত দিন। প্রিয় মানুষটির জন্মদিনে তাকে সারপ্রাইজ দেয়ার জন্য উপহার ও ফুল নিয়ে যান। জন্মদিনের শুভেচ্ছা জানানো ও উপহার দেয়ার পর দিনের কোনো একটি সুবিধাজনক সময়ে তাকে ভালোবাসার কথা জানিয়ে দিন। সেই সঙ্গে এটাও বলুন যে তাকে ভালোবাসার কথাগুলো জানানোর জন্য বিশেষ দিন হিসেবে আপনি তার জন্মদিনটিকেই বেছে নিয়েছেন।

দুই:
আজকাল অনেকেই নিয়মিত এফ.এম. রেডিও শুনে থাকে। আপনার প্রিয় মানুষটির যদি এফ.এম. রেডিও শোনার অভ্যাস থাকে তাহলে তাকে এফ.এম. রেডিও-তেই ভালোবাসার কথাটি জানিয়ে দিতে পারেন। এক্ষেত্রে তার পছন্দের অনুষ্ঠানের সময়সূচি জেনে নিন। এরপর নিশ্চিত হয়ে নিন যে সেই অনুষ্ঠানটি আপনার ভালোবাসার মানুষটি সেই সময়ে শুনছে। এরপর রেডিও প্রোগ্রামের ফোন নম্বরটি জেনে নিয়ে যথা সময়ে ফোন দিন গুছিয়ে বলে দিন মনের কথা গুলো। প্রয়োজনে রেডিও জকির সাহায্য নিতে পারেন।

তিন:
নিজেদের বিভিন্ন সময়ের ছবি, এসএমএস ও অন্যান্য কিছু স্মৃতি দিয়ে বানিয়ে ফেলুন একটি স্ক্র্যাপবুক। স্ক্র্যাপ বুক বানানোর জন্য একটি স্কেচবুক কিনে নিতে পারেন। এরপর সেটার পাতায় পাতায় ছবি ও স্মৃতিময় জিনিসগুলোকে আঁটকে দিন আঠা দিয়ে। স্ক্র্যাপবুকের সবচাইতে শেষের পাতায় লিখে দিন আপনার ভালোবাসার কথাগুলো।
মোম বাতি ও ফুল

চার:
ভালোবাসার মানুষটিকে চমকে দেয়ার জন্য একটু কষ্ট করতে হলে করে ফেলুন না। প্রিয় মানুষটিকে সারা জীবনের জন্য নিজের করে নেয়ার জন্য প্রেমের প্রস্তাবটাও একটু আলাদা ভাবে দিন। খোলা মাঠে, ছাদে কিংবা ঘরেই মোম বাতি দিয়ে হার্ট আকৃতি তৈরী করুন। এরপর তার মাঝে লাল গোলাপের পাপড়ী ছড়িয়ে দিন। প্রিয় মানুষটিকে সেই স্থানে ডাকুন এবং মোম গুলো জ্বালিয়ে রাখুন। এরপর সে আসলেই বলে দিন আপনার ভালোবাসার কথাগুলো।
কেক-এ লিখুন

পাঁচ:
কেক খেতে তো সবাই ভালোবাসে। উৎসবে কিংবা উপলক্ষে একটি কেক থাকলে সেটা আরো জমে ওঠে। আর তাই আপনার ভালোবাসা প্রকাশের উপলক্ষটাকেও কেক কেটে উদযাপন করতে পারেন। হঠাৎ করে একদিন বিশাল একটি কেকে আপনার ভালোবাসার কথা লিখে নিয়ে যেতে পারেন প্রিয় মানুষটির কাছে। কেকে লেখা ভালোবাসা প্রকাশের কথাগুলো দেখেই চমকে যাবে আপনার প্রিয় মানুষটি।

এখন জেনে নিন টিপসগুলো:

১. একটা ফুল দিয়ে বলা যেতে পারে, “এই ফুলটাকে দেখাচ্ছিলাম আপনি কতো সুন্দর!”

২. মানুষ পৃথিবীতে এত সুন্দর হয়ে জন্ম নেয়, আপনাকে দেখলেই মনে হয়।

৩.আপনার কোন জমজ বোন আছে? না থাকলে আপনিই বিশ্বের সেরা সুন্দরী!

৪.আপনি কি কোন ম্যাজিশিয়ান? আপনাকে দেখলে আমার চার পাশের সব কিছু উধাও হয়ে যায়!

৫.আমার চোখে কিছু সমস্যা হয়েছে নিশ্চয়। আপনার দিক থেকে চোখ সরাতেই পারছিনা!

৬.আপনি কি খুব ক্লান্ত? কারণ অনেকদিন ধরে আপনি আমার হৃদয়ে ঘুরে বেড়াচ্ছেন!

৭. এই কক্ষ/ শ্রেণীর সব থেকে সুন্দরী মেয়ে হতে কেমন লাগছে?

৮. স্বর্গ থেকে কিভাবে নেমে এলেন? সিড়ি দিয়ে না লিফটে?

৯. আপনিঃ আপনি কি গ্রীস থেকে এসেছেন? সেঃ কেনো? আপনিঃ আমি ভেবেছিলাম সব দেবীরাই গ্রীস থেকে আসে!

১০. আপনি কি “লাভ এট ফার্স্ট সাইট” এ বিশ্বাস রাখেন, নাকি আরেকবার ঘুরে আসবো?

১১. আপনিঃ আপনাকে গ্রেফতার করতে এসেছি! সেঃ কেনো? আপনিঃ আমার হৃদয় চুরি করার জন্য!

১২. আমি আমার ফোন নাম্বার হারিয়ে ফেলেছি। আপনারটা ধার করতে পারি?

১৩. আপনার হৃদয়ের রাস্তাটা বলে দিবেন? আমি আপনার চোখেই হারিয়ে গিয়েছি কিনা!

১৪. আমি “মেইড ইন বাংলাদেশ” জিনিসই পছন্দ করি, কিন্তু আপনার গায়ে দেখলাম “মেইড ইন হ্যাভেন” লেখা!

১৫. আপনার কাছে কি কোন ম্যাপ আছে? আমি আপনার চোখে হারিয়ে গিয়েছি কিনা!

১৬. আপনার চোখের জল হতে চাই। আপনার চোখে জন্ম আপনার গাল বেয়ে আপনার মুখে গিয়ে শেষ হয়ে যাবো!

১৭. দাড়ান! আমাকে একবার স্বর্গে ফোন করতে হবে! ওখান থেকে নিশ্চয় একজন হুরপুরী হারিয়ে গেছে!

১৮. ম্যাকডোনাল্ডে গেছেন কখনো? আপনার নামে এরা একটা বার্গার পেশ করেছে – ম্যাক গর্জিয়াস!

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

ধনিয়া পাতার উপকারি গুণ

চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন

  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়