“প্রেম রতন” ছবির মাঝে মোদির গুণগান!
সালমান খানের নতুন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’র বিরতিতে মোদির একটি ভিডিও যোগ করা হয়েছে। বলিউড সেন্সর প্রধান পাহালজ নিহালানি ছবিটির পরিচালককে বলে ওই ভিডিওটি যোগ করিয়েছেন। ভিডিওতে নরেন্দ্র মোদির নানা সাফল্যকে তুলে ধরা হয়েছে।
ভিডিওটির দৈর্ঘ্য ৬.৪৩ মিনিট। তবে ছবির বিরতিতে যোগ করা ভিডিওটি আরেকটু ছোটো করা হয়েছে। প্রতিটি হলে ছবিটি চলার সময় ভিডিওটি দেখানো হচ্ছে।
টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, মিউজিক ভিডিওটির শিরোনাম ‘মেরা দেশ হ্যাঁয় মহান, মেরা দেশ হ্যাঁয় জাওয়ান’।
ইন্ডিয়াএক্সপ্রেসকে সেন্সর প্রধান জানান, তিনি পরিচালককে অনুরোধ করেন মিউজিক ভিডিওটি যোগ করতে।
মোদি সরকারের নানা সাফল্য নিয়ে ভিডিওটি সাজানো হয়েছে। ১০ নভেম্বর ভিডিওটির লঙ্গার ভার্সন ইউটিউবে ছাড়া হয়।
পাহালজ বলেন, ভিডিওটি যোগ করার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। এতে শুধুমাত্র মোদি সরকারের সাফল্যকে সাধুবাদ জানানো হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়াএক্সপ্রেস।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন