প্লাস্টিক সার্জারি পরামর্শ ফিরিয়েছিলেন দীপিকা
তাঁর মোহিনী রূপে বোল্ড ডাউন তামাম বয়েজ ফ্যান’স৷ কিন্তু আপনি কি জানেন বলি সুন্দরী দীপিকা কে প্লাস্টিক সার্জারি করার পরামর্শ দেওয়া হয়েছিল? কেননা দীপিকার ‘লুকস’ নাকি তেমন ভালো নয়৷ নায়িকা হতে গেলে অন্যরকম দেখতে হওয়া দরকার, এমনটাই মত ছিল সেই শুভাক্ঙ্খীর৷ তবে তাঁর কথায় কান দেননি দীপিকা৷ ভরসা রেখেছিলেন নিজে উপর৷
জানা গিয়েছে, দীপকাকে প্লাস্টিক সার্জারি করার পরামর্শ দিয়েছিল তাঁরই কোনও ঘনিষ্ঠ আত্মীয়৷ সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘পিকু’ জানান, ‘আমার কেরিয়ারের শুরুর দিকে আমাকে প্লাস্টিক সার্জারি করতে বলা হয়েছিল৷তখন আমি ‘ওম শান্তি ওম’ ছবিতে কাজ করতে চলেছি৷ শাহরুখের সঙ্গে আমে যাতে মানায়, সে কারণেই এই পরামর্শ দেওয়া হয়েছিল৷ যদিও আমি তা করাইনি’
‘বাজিরাও মাস্তানি’র নায়িকা দীপিকা নিজের বাবাকেই তাঁর কেরিয়ারের সব থেকে বড় উপদেষ্টা বলে মনে করেন৷ আত্মীয় যখন তাঁকে প্ল্যাস্টিক সার্জারির পরামর্শ দিচ্ছেন তখন তাঁর বাবা তাঁকে বলেছিলেন, ‘ যে কাজকেই পেশা হিসেবে বেছে নাও সে বিষয়ে তোমাকে উৎসাহিত হতে হবে৷ সুতরাং সেটাই কর যে বিষয়ে তুমি উৎসাহ, সে কাজই কর তাকে উপভোগ করার চেষ্টা কর৷’
কিছুদিনের মধ্যেই রুপোলি পর্দায় রণবীর কাপুরের বিপরীতে ‘তামাশা’-য় দেখা যাবে দীপিকাকে৷ একই সঙ্গে বাজিরাও মাস্তানিতে রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়ার সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে এই বলিউডি ডিভাকে৷ নায়িকা হিসেবে এই সময়ে বলিউডে তিনি যে এক নম্বরে তাতে কোনও সন্দেহ নেই৷ নাহ কোনও প্ল্যাস্টিক সার্জারি নয়, ঈশ্বরদত্ত সৌন্দর্যেই সবার মন জয় করেছেন তিনি৷
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন