‘প্লিজ আমি আর পারছিনা রাখি’
সাদিয়া জাহান প্রভা পর্দায় প্রভা নামেই পরিচিত। মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু ব্যক্তিগত কেলেঙ্কারি কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় কর্মজীবন থেকে কিছুটা ছিটকে পরেছিলেন এই অভিনেত্রী।
তবে সবকিছুকে পিছনে ফেলে নিজেকে উপস্থাপন করছেন বেশ সুন্দর ভাবে। এখন তিনি টেলিফ্লিমের কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত রয়েছেন। এখন যেন তাকে ছুতে পারছেনা অতিতের সব কাহিনী। পর্দার সামনে বেশ নিজেকে সাজিয়ে রেখেছেন এই সমালোচিত অভিনেত্রী।
তার বর্তমান কাজ সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি খুব কাজের চাপের মাঝে রয়েছি। আমি কবে ফ্রি হতে পারবো জানিনা। তবে বর্তমানে একটি টেলিফ্লিমে কাজ করছি এবং অনেক ব্যস্ততার মাঝেই আমার সময় পার হচ্ছে। আমি আর কথা বলতে পারছি না প্লিজ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন