ফাঁসানোর মত সিডিউল নেই
টিভি পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ। নাটকের পাশাপাশি ইদানীং বড় পর্দাতেও ব্যস্ততা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এরই মধ্যে তার অভিনীত ‘জালালের গল্প’, ‘ব্ল্যাক মেইল’, ‘ব্ল্যাকমানি’ ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ নামের চারটি ছবি মুক্তি পেয়েছে।
ছবিগুলো ব্যবসায়িকভাবে সাফল্য এনে দিতে না পারলেও এতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে বোদ্ধামহলে। তাই আজকাল নাটকের পাশাপাশি চলচ্চিত্রে ডাক পড়ছে তার। হাতে রয়েছে একাধিক ছবি।
পাশাপাশি রয়েছে ঈদ উপলক্ষে নির্মিত নাটকের ব্যস্ততাও। নাটক না চলচ্চিত্র কোনটাতে বেশি সময় দিচ্ছেন- এমন প্রশ্নের উত্তরে মৌসুমী বলেন, ‘দুই মাধ্যমেই সময় দেয়ার চেষ্টা করছি। কোনোটিই আমার কাছে কম গুরুত্বপূর্ণ নয়।’
ঈদের নাটক নিয়ে বর্তমানে ব্যস্ততা বেশি। ছবির শুটিংয়ের সিডিউল ফাঁসাচ্ছেন না তো? এমন প্রশ্নে তিনি বলেন, ‘চলচ্চিত্রের সিডিউল ফাঁসাব এমন সিডিউল দেয়া নেই। আর থাকলেও ফাঁসাতাম না। কাজের ক্ষেত্রে কোনো অবহেলা নেই আমার মধ্যে।’
ফেসবুকে লিখেছেন সারা রাত শুটিংয়ে সময় দিতেও আপনি প্রস্তুত। এ ক্ষেত্রে সমস্যা হবে না জানতে চাইলে মৌসুমী বলেন, ‘গল্পের প্রয়োজনে সারা রাত শুটিং করতেও ইচ্ছুক বলে জানিয়েছি। তবে এ ক্ষেত্রে ঘুমের সমস্যা ছাড়া আর কোনো সমস্যা হবে না।’
তবে নাটকে ব্যস্ত থাকলেও মন পড়ে আছে তার সিনেমার দিকেই। ঈদের পর নতুন সিনেমায় কাজ শুরু করার কথাও জানিয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন