ফাঁস হলো গোপন তথ্য সালমানের জন্যই আরবাজকে তালক দিচ্ছেন মালাইকা!

বলিউডের ভাইজান সালমানের কথাই নাকি খান পরিবারের শেষ কথা। তিনি যা বলেন, তার একচুলও নাকি নড়চড় হয় না। তার কথার বাইরেও কেউ যেতে পারেন না।
সালমানের এমন আচরণ নাকি স্বৈরশাসনের মতো। যা মোটেও পছন্দ নয় ‘মুন্নী বদনাম’ খ্যাত তারকা মডেল ও অভিনেত্রী মালাইকা অরোরা। আর এর ফলেই নাকি তিনি সিদ্ধান্ত নিয়েছেন সালমান খানের ভাই আরবাজ খানের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটাতে।
এদিকে অনেকদিন ধরেই বলিউডে রটিয়েছে সালমান খানের ভাই আরবাজ খানকে ডিভোর্স দিচ্ছেন মালাইকা। প্রথম দিকে ডিভোর্সের খবরটি গুঞ্জন মনে হলেও ধীরে ধীরে তা সত্য খবরেই পরিনত হয়। তবে এসব নিয়ে দীর্ঘদিন ধরে আরবাজের সঙ্গে সেপারেশনে আছেন মালাইকা।
যদিও সেপারেশনের প্রথম দিকে শোনা গিয়েছিল যে, বিদেশি এক শিল্পপতির সঙ্গে প্রেম করছেন বলেই আরবাজের থেকে দূরে সরে থাকতে চাইছেন মালাইকা। কিন্তু এমনসব প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, অন্যের জন্য নয়, বরং সালমানের একতন্ত্র থেকে মুক্তি পেতেই আরবাজকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন মালাইকা। স্বামী আরবাজ খানও নাকি সালমান দ্বারা দারুনভাবে প্রভাবিত। সালমানের দ্বারা গোটা পরিবার এমনভাবেই শৃঙ্ক্ষলাবদ্ধ যে সালমানকে ছাড়া খান পরিবারের কেউ নাকি মুক্ত চিন্তাই করতে পারেন না। সালমানের সাফল্যের নিচে তাই সব সময় চাপা পড়ে পরিবারের অন্যান্যদের সাফল্য। আর তা থেকে বাঁচতেই খান পরিবারকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালাইকা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন