ফাইনালে যাচ্ছে কে নিউজিল্যান্ড না ইংল্যান্ড?

টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
সুপার টেন পর্বে নিজেদের চার ম্যাচের চারটিতেই জিতে বেশ উজ্জীবিত কিউইরা। অপরদিকে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরাজয়ের পর টানা তিন জয়ে বেশ আত্মবিশ্বাসী ইংলিশরাও।
আজ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা, গাজী টিভি ও স্টার স্পোর্টস-১, ৩।
বিশ্বকাপে সুপার টেন পর্বে ‘বি’গ্রুপে অপরাজিত থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে নিউজিল্যান্ড। উদ্ধোধনী ম্যাচে স্বাগতিক ভারতকে ৪৭ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে কিউইরা। এরপর পর্যক্রমে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষেও দারুণ জয় তুলে নিয়ে শেষ চার নিশ্চিত করে ব্ল্যাক ক্যাপসরা।
অন্যদিকে, সুপার টেন পর্বে ‘এ’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরাজয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরের ম্যাচ গুলোতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। প্রোটিয়াদের পাহাড় সমান ২২৯ রানের জবাবে দারুন ভাবে জয় তুলে নেয় ইংলিশরা। এরপর আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মরগান বাহিনী।
পারফরমেন্সের বিচারে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যাটিংয়ে এগিয়ে আছে ইংল্যান্ড। আর বোলিংয়ে এগিয়ে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবার আগে এই পরিসংখ্যান আত্মবিশ্বাস যোগাবে উভয় দলকে।
তবে অতীত, ইংল্যান্ডের পক্ষেই কথা বলছে। এর আগে টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ের এগিয়ে ইংলিশরা। ১৩ বারের সাক্ষাতে আটটি জয় পায় ইংল্যান্ড আর চারটিতে নিউজিল্যান্ড। অপর একটি ম্যাচ পরিত্যক্ত হয়। আজ যে দল জিতবে তারাই সরাসরি ফাইনালে চলে যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন