‘ফিল্ম ইন্ডাষ্ট্রি যে বড়ই স্বার্থপর’

হঠাৎ শুটিং করতে গিয়ে বেমক্কা দূর্ঘটনায় কাজের খামতি! কিন্তু মিশা সওদাগরের কি তাতে বিরাম আছে? গত ২৮ মার্চ পুরো দিনে তিনটে অনুষ্ঠানেই যোগ দিলেন।
নিজের শারীরিক অসুস্থতা নিয়ে এই দৌড়াদৌড়ি নিয়ে বললেন, ‘কি করবো, জীবনকে তো আর থামিয়ে রাখা যায় না। যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ এই দায়িত্ব আর সামাজিকতা চালাতেই হয়! ফিল্ম ইন্ডাষ্ট্রি যে বড়ই স্বার্থপর; তা আমি ছাড়া আর কে জানে?
২৮ মার্চ সকালে আমেরিকান সেন্টারে একটি অুনষ্ঠানে যোগ দিলেন সেই ভাঙা পা নিয়েই।
ডাক্তার আপনাকে বিশ্রামে যেতে বলেনি?
হুমম কি করবো, এই অনুষ্ঠানে তো আসতে হবে। এরপর একটা মিটিং এ যাবো। রাতে ছোট ভাই নিরব-ঋদ্ধির রিসেপশনে আবার না গেলে ফেসবুকে এইসব জায়গায় এসেছি জেনে আবার মন খারাপ করবে। সবকিছুই মানিয়ে চলতে হয় আমাদের।’
কিন্তু অনেক গুলো রানিং ছবির কাজ চলছিল, সেগুলোর কি হবে?
সেগুলো কিছুটা রিশিডিউল করা গেছে। ইন্ডাষ্ট্রির জন্যই তো পুরোটা সময় দিয়ে গেলাম। তাই ছবির ইউনিটগুলোও আমাদের ব্যাপারে যথেষ্ঠ মানবিকতা দেখায়।’
এদিকে শাকিব খানের সাথে তার আগের সম্পর্কের গভীরতায় ভাটা পড়েছে কি-না এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘তা কেন হবে? শাকিব আমার ছোট ভাইয়ের মতো। আমরা একসাথে ছিলাম, আছি, থাকবো। এইতো এবারের বার্থডেতেও ওকে উইশ করলাম। ও আমার এই দূর্ঘটনার খবর পেয়েই ফোনে খোঁজ খবর নিয়েছে।’ইত্তেফাক
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন