ফুটবল বাঁচাতে পাপনের দ্বারস্থ

আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেছে বর্তমান বাফুফের বিরোধী জোট। বৈঠকে বিসিবি সভাপতিকে তাদের আবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপনের আবেদন জানিয়েছে জোটের সদস্যরা।
পাপনের গুলশানের বাসায় এই বৈঠকে বিরোধী জোট ‘বাঁচাও ফুটবল’-এর সদস্য সাবেক জাতীয় ফুটবলার শামসুল আলম মঞ্জু, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, আবদুল গাফফার, কায়সার হামিদ, জাকারিয়া পিন্টু, কোচ শফিকুল ইসলাম মানিক, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইন চার্জ লোকমান হেসেন ভূঁইয়া, আবু হাসান চৌধুরী প্রিন্সসহ অন্যান্য ফুটবল সংগঠক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আশরাফউদ্দিন আহমেদ চুন্নু গণমাধ্যমকে বলেন,‘আমরা বিসিবি সভাপতির কাছে বাফুফের চলমান অনিয়ম, স্বেচ্ছাচারিতা, নানা দুর্নীতি সম্পর্কে একটি চিত্র উপস্থাপন করেছি। আমরা মনে করেছি বিসিবি সভাপতি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন অভিভাবক, সেই অভিভাবকের মাধ্যমে দেশের অভিভাবক মহামান্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের বার্তা ও বক্তব্য তুলে ধরার আবেদন করেছি।’
অন্যদিকে, বিসিবি সভাপতি এ প্রসঙ্গে বলেন, ‘আমি ফুটবল খেলোয়াড় ও সংগঠকদের কথা শুনেছি, তারা আমাকে একটি দায়িত্ব দিয়েছেন। আমি আগামী দু-তিন দিনের মাঝে প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলবো।’
জানিয়ে রাখা ভালো, বাংলাদেশের ক্রিকেট ক্রমশ ঊর্ধ্বগামী হলেও, ফুটবলের অবস্থা নাজেহাল। ফুটবলাদের অনিয়ম, বোর্ডের গাফিলতি; সবমিলিয়েই বাজে সময় কাটছে ফুটবলে। সাম্প্রতিক সময়ে বিশ্বকাপের বাছাই পর্বে জর্ডানের কাছে ৮-০ গোলে হেরেছে বাংলাদেশ দল। মাঠের বাইরেও ভালো অবস্থায় নেই ফুটবলাররা। অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের কারণে এক বছরের জন্য নিষিদ্ধ রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামসহ মোট আটজন ফুটবলার।
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন