সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফেনসিডিল নিয়ে পুলিশ-জনতার ধাওয়া-পাল্টাধাওয়া

ফেনসিডিল খাওয়াকে কেন্দ্র করে সাতক্ষীরার ভোমরায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের লাঠিপেটায় আওয়ামী নেতা, স্থানীয় জনপ্রতিনিধিসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।

অপরদিকে বিক্ষুব্ধ জনতা স্থানীয় পুলিশ ব্যারাকে ইট মেরে ভাঙচুর করে। আজ শনিবার সন্ধ্যার দিকে ভোমরা সীমান্তের লক্ষ্মীদাঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী পরস্পরবিরোধী অভিযোগ করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ রাত ৮টায় বলেন, পুলিশ সদস্যরা ফেনসিডিল উদ্ধারের জন্য সন্ধ্যা ৭টার দিকে লক্ষ্মীদাঁড়ি গ্রামে ঢোকেন। এ সময় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করলে গ্রামবাসী তাতে বাধা দিয়ে তাঁকে ছিনিয়ে নেয়। স্থানীয় এক ইউপি সদস্যের নেতৃত্বে এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।

ওসি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি ফাঁকা গুলি ছোড়া হয় এবং লাঠিপেটা করা হয়। পুলিশের দুই জোড়া জুতাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি নিয়ে তিনি দুই পক্ষের সঙ্গে কথা শুরু করেছেন।

তবে পুলিশের লাঠিপেটায় আহত ভোমরা ইউনিয়ন পরিষদের সদস্য জালালউদ্দিন মোল্লা এনটিভি অনলাইনকে বলেন, সন্ধ্যায় তিন পুলিশ সদস্য সাদা পোশাকে লক্ষ্মীদাঁড়িতে কৃষি ব্যাংকের সামনে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ান। এ সময় অজ্ঞাত এক যুবকের সঙ্গে তাঁদের কথা হচ্ছিল।

পুলিশের তিন সদস্য ফেনসিডিল খাওয়ার চেষ্টা করছিল-এমন অভিযোগ করে স্থানীয় এক যুবক তাদেরকে মন্তব্য করে। পুলিশ তাঁকে আটক করে মারপিট করতে থাকলে স্থানীয়রা তাতে বাধা দেন। মারমুখী হয়ে ওঠায় পুলিশকে দলবদ্ধভাবে ধাওয়া করা হয়।

ইউপি সদস্য জানান, এ সময় দুই পুলিশ সদস্য জুতা ফেলে পালিয়ে যান। উত্তেজনাকর পরিস্থিতিতেই পুলিশের আরো কয়েকজন সদস্য উপপরিদর্শক (এসআই) ইদ্রিসের নেতৃত্বে সেখানে পৌঁছান। তাঁরা জুতা খুঁজে পেতে ও বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে কয়েকটি ফাঁকা গুলি করেন। এতে জনতার মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া।

এ সময় পুলিশের লাঠিপেটায় আহত হন ইউপি সদস্য জালাল উদ্দিন, মহিলা সদস্য আম্বিয়া খাতুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইবাদুল হক, বন্দর শ্রমিক রিয়াজুল ইসলাম, রমজান আলীসহ অন্তত ১২ জন।

জনতা এ সময় পুলিশ ব্যারাক লক্ষ্য করে ইট ছুড়ে জানালা দরজা ভাঙচুর করে। আহত শ্রমিক রিয়াজুলকে সাতক্ষীরা হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের

ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন

  • খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • চুয়াডাঙ্গায় আগু‌নে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
  • কলেজের পিয়ন আবার স্কুলের প্রধান শিক্ষকও তিনি
  • ঝিনাইদহে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা