ফেনীতে উলঙ্গ করে কিশোর নির্যাতন: আটক ২ [ভিডিও]

চুরির অভিযোগে কিশোর রনি ওরফে হৃদয়কে উলঙ্গ করে নির্যাতনের অভিযোগে প্রদীপ ও নজরুল নামের দু’জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে শহরের কালিপাল দশমী ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। একই সাথে নির্যাতনের শিকার নিখোঁজ কিশোর রনিকেও উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
উদ্ধারকৃত রনি শহরের ডাক্তারপাড়া এলাকার ফারুকের ছেলে।
ফেনীর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব মোর্শেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে।
গত শুক্রবার (১ এপ্রিল) জুমার নামাজের পর ফেনী শহরের কালিপাল দশমী ঘাট এলাকার ফারুক স্যানিটারি দোকানে চুরির অভিযোগে এ কিশোরকে নির্যাতন করা হয়। দোকান মালিক ফারুক ও তার সহযোগীরা চুরির অভিযোগে কিশোর রনিকে প্রথমে বিবস্ত্র করে। এরপর তার ওপর নির্যাতন চালানো হয়। দোকান মালিক লাঠি ও রড দিয়ে তাকে নির্মমভাবে পেটায়। এতে কিশোরটি গুরুতর আহত হয়।
ঘটনার সময় মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিও ছড়িয়ে পড়লে মঙ্গলবার (৫ এপ্রিল) ঘটনাটি অনেকের নজরে আসে।
https://youtu.be/4dHgFclcF2M
এই সংক্রান্ত আরো সংবাদ

দিঘীর পানিতে ডুব দিয়ে উঠলো লাশ হয়ে
ফেনী: জেলা শহরের প্রাণ কেন্দ্রে রাজাঝির দিঘী থেকে অজ্ঞাত (২০)বিস্তারিত পড়ুন

ফেনীতে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় গৃহকত্রী গ্রেপ্তার, মামলা
ফেনীতে শিশু গৃহকর্মী আমেনার ওপর নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী আফরোজা বেগমকেবিস্তারিত পড়ুন

ফেনীতে একরাম হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্তবিস্তারিত পড়ুন