ফেনীতে ডাকাতি, গৃহবধূকে গলাকেটে হত্যা
ফেনীর দাগনভূঞায় বিবি কুলসুম ঝর্না (৩৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে ডাকাতরা।
রোববার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুরে নিজাম উদ্দিন মাল বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বিবি কুলসুম ঝর্না ওই বাড়ির ওমান প্রবাসী অলি উল্যাহর স্ত্রী। তাদের তিনটি সন্তান রয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে দাগনভূঞা থানার ওসি আসলাম উদ্দিন উদ্দিন জানান, গভীর রাতে ডাকাতরা সিধ কেটে ঘরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে।
গৃহবধূ ঝর্না কয়েকজন ডাকাতকে চিনতে পেরেছে বলায়, ডাকাতরা চোরা দিয়ে তাকে গলাকেটে হত্যা করে।
এ সময় পরিবারের লোকজন চিৎকার দিলে প্রতিবেশিরা এগিয়ে এলেও কোনো ডাকাতকে আটক করতে পারেনি।
পরিবারের লোকজনের চিৎকারে ডাকাতরা কোনো মালামাল না নিয়েই পালিয়ে যায়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ও দুটি চোরা উদ্ধার করেছে।
নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ সূত্র জানিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
দিঘীর পানিতে ডুব দিয়ে উঠলো লাশ হয়ে
ফেনী: জেলা শহরের প্রাণ কেন্দ্রে রাজাঝির দিঘী থেকে অজ্ঞাত (২০)বিস্তারিত পড়ুন
ফেনীতে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় গৃহকত্রী গ্রেপ্তার, মামলা
ফেনীতে শিশু গৃহকর্মী আমেনার ওপর নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী আফরোজা বেগমকেবিস্তারিত পড়ুন
ফেনীতে একরাম হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্তবিস্তারিত পড়ুন