ফেরাটা ফেরার মতোই হলো তাসকিনের

তার জন্য দল ঘোষণা দিন ক’য়েক দেরি করেছিলেন নির্বাচকরা। কিন্তু রিপোর্ট আসতে আরো দেরি হলো। নির্বাচকরা তাসকিনের জায়গা রেখেই অবশেষে ১৩ সদস্যের দল ঘোষণা করা হলো। কারণ অস্ট্রেলিয়া থেকে যে সুসংবাদ আসছে, সেটা তাদের জানাই ছিল।
সেই সুসংবাদই আসলো। তাসকিন অপবাদমুক্ত। কিন্তু বোলিং শুধরে তিনি তিনি কি আগের রূপে ফিরতে পারবেন? এ এক মস্তবড় প্রশ্ন। সেই প্রশ্ন আরো বড় হয়ে দেখা দিল প্রথম দিকে বেধড়ক মার খাওয়ার কারণে। ঠিক রাখলেন বটে, কিন্তু লাইন লেন্থ একদম খারাপ করে ফেললেন। প্রথম তিন ওভার দিলেন ২৮।
অনেক দিন পর আর্ন্তজাতিক ক্রিকেটে ফেরার চাপের কারণেই হয়তো প্রথম দিকে নিজের রূপে থাকতে পারেননি এ পেসার।
এই অবস্থা থেকে নিজেকে কিছুটা সামলে নেন তাসকিন আহমেদ। পরের স্পেলে ২ ওভার করে লেন ১২ রান। মানে ৫ ওভার দেন ৪০ রান। দলের ৪১তম ওভার নিজের তৃতীয় স্পেলে বল করতে এক ওভার দিলেন ৯ রান।
১৮ বলে ২৭ রান দরকার তখন আফগানদের। আগের ওভারগুলোতে অনেক রান দেওয়ার পরও ৪৮তম ওভারে তাসকিনের হাতে বল তুলে দেন অধিনায়ক। প্রথম তিন বলে দিলেন ৪ রান।
কিন্তু হতাশা ঝেড়ে ফেলে এরপরই জ্বলে উঠলেন তাসকিন। পরের তিন বলে নেন ২ উইকেট। এ ওভারে দিলেন ৬ রান।
পরের ওভারে এক উইকেট তুলে নেন রুবেল। শেষ ওভারে আফগানদের দরকার ছিল ১৩ রান, হাতে ২ উইকেট। এ ওভারেও জ্বলে ওঠেন তাসকিন। আবারও ২ উইকেট।
ম্যাচ শেষে তার বোলিং ফিগার, ৫৯ রানে ৪ উইকেট। সবচেয়ে বড় কথা অপবাদ থেকে মুক্ত হয়েই দলকে জিতিয়েছেন তিনি। ফেরাটা ফেরার মতোই হয়েছে তার।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন