ফের অরিজিতকে সিনেমা থেকে বাদ দিলেন সালমান

সালমান খানের সঙ্গে দ্বন্দ্বের মাশুল গুনতে হলো অরিজিত সিংকে। রিমো ডি সুজা পরিচালিত ‘অ্যা ফ্লাই জেট’ থেকে বাদ বাদ পড়লেন তিনি । এই সিনেমায় তার গান গাওয়ার কথা ছিল। অরিজিতের জায়গায় সিনেমাটিতে গান গাইবেন আতিফ আসলাম।
সূত্র জানিয়েছে, অরিজিতকে গান গাওয়ার জন্যে ডাকা হয়েছিল। পরে ছবির জন্যে গান গেয়েছেন পাকিস্তানি গায়ক আতিফ।
যদিও এবিষয়ে ছবির সঙ্গীত পরিচালক সচিন-জিগারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এরকম কোনও ঘটনাই ঘটেনি। অরিজিতকে দিয়ে এই ছবিতে কোনও গান গাওয়ানোই হয়নি, পুরোটাই গুজব।
তবে অরিজিতের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, এই পৃথিবীতে কোনও কাজেই কেউ অপরিহার্য নয়। ডাক্তার হোক বা গায়ক, একজনকে সরিয়ে আরেক জন অনায়সেই সেখানে চলে আসে। তবে এই প্রথমবারের জন্যে ‘গেরুয়া’র গায়ককে সরিয়ে দেওয়া হল না কোনও প্রজেক্ট থেকে।
এর আগে সালমানের সঙ্গে মনোমালিন্যর জেরে ‘সুলতান’ ছবিতে অরিজিৎ-এর গাওয়া ‘জগ ঘুমাইয়া’ গানটি সরিয়ে দিয়ে রাহাত ফতে আলি খানকে দিয়ে ফের গাওয়ানো হয়েছিল।
এই ছবিতে অভিনয় করেছেন টাইগার শ্রফ-জ্যাকলিন ফার্নান্ডেজ। ছবিটি পর্দায় মুক্তি পাবে আগামী ২৫ অগাস্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন