বুধবার, জুলাই ১৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফের মার্কিন মসনদে ট্রাম্প

ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে ৪৭তম মার্কিন প্রেসিডন্টে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাচ্ছেন তিনি।

এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৭৯ ইলেকটোরাল কলেজ ভোট। ২১৯ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। 

যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজের ভোটের সংখ্যা মোট ৫৩৮টি। কোনো প্রার্থী যদি জয়ী হতে চান, তাহলে তাকে অন্তত ২৭০টি ভোট নিশ্চিত করতে হয়।

এর আগে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে (বাংলাদেশ সময় বুধবার দুপুরে) ফ্লোরিডায় নির্বাচনি প্রচারণা সদর দপ্তরের সামনে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে নিজের জয় ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার আগেই ট্রাম্প এই বিজয় ভাষণ দেন।

সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, একদিন তারা এই দিনটিকে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে মনে করবেন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের অভূতপূর্ব ও শক্তিশালী একটি ম্যান্ডেট দিয়েছে। রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের থেকে সিনেট পুনরুদ্ধার করেছে।”

ট্রাম্প আরও বলেন, “এটি যুক্তরাষ্ট্রের সুবর্ণ যুগ। যা যুক্তরাষ্ট্রকে আবারও মহান করে তোলার সুযোগ এনে দেবে।”

এ সময় তিনি তার প্রচারণার স্লোগানও পুনর্ব্যক্ত করেন।

ট্রাম্প বলেন, “আমরা আমাদের দেশকে সারিয়ে তুলতে যাচ্ছি।” তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সীমান্ত সমস্যার সমাধান করবেন। তার মতে, এটি ইতিহাস তৈরির একটি মুহূর্ত। যা রিপাবলিকানদের বিজয়কে বিশেষ অর্থবহ করে তুলেছে।

ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাকে “ফার্স্ট লেডি” হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, মেলানিয়ার বইটি দেশের সবচেয়ে বেশি বিক্রিত বই হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং তিনি মানুষের সাহায্যে কঠোর পরিশ্রম করছেন।

মেলানিয়ার প্রশংসা শেষে তিনি তার সন্তানদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের নাম উল্লেখ করেন যারা তার পাশে দাঁড়িয়ে ছিলেন।

পাশাপাশি, ট্রাম্প সম্ভাব্য পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন। যদিও এখনও আনুষ্ঠানিক ফলাফল আসেনি। তাদের এখনও তিনটি ইলেক্টোরাল কলেজ ভোট কম আছে। তবে ভ্যান্সের প্রশংসা করে ট্রাম্প বলেন, “তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন।”

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা