বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফেসবুকে ‘ট্যাগ’ করায় আদালতে!

ফেসবুক যাঁরা ব্যবহার করেন, তাঁরা জানেন এখানে বন্ধুবান্ধব বা পরিচিত মানুষকে কোনো পোস্ট বা ছবির সঙ্গে জুড়ে দেওয়া যায়, ফেসবুকে এটি ‘ট্যাগিং’ হিসেবে পরিচিত। তো এই ট্যাগ করার ঘটনা হরহামেশাই ফেসবুক ব্যবহারকারীরা করে থাকেন। কিন্তু তাই বলে মামলা-মোকদ্দমায় হবে কেন? কিন্তু এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রে।

সম্পর্কে সাবেক ননদ, তাঁকে ফেসবুকে ট্যাগ করায় আদালতে দাঁড়াতে হচ্ছে মারিয়া গনজালেসকে। তিনি নিউইয়র্কের বাসিন্দা। অভিযোগ প্রমাণিত হলে এক বছরের জন্য জেলও খাটতে হতে পারে তাঁকে। অবশ্য ঘটনা যতটা সাদামাটা মনে হচ্ছে, ততটা সরল নয়। এর মধ্যে আইনি জটিলতাও রয়েছে। এ খবর ফলাও করে ছাপিয়েছে ব্রিটিশ দৈনিক দি ইনডিপেনডেন্ট।

ঘটনার সূত্রপাত ঘটিয়েছেন মারিয়া নিজেই। সাবেক শ্বশুরবাড়ির লোকজনের সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। তাতে আবার ট্যাগ করে দেন তাঁর সাবেক ননদ মারিবেল কালডেরনকে।

ফেসবুক পোস্টে মারিয়া ইংরেজিতে লিখেছিলেন, ‘তুমি এবং তোমার পরিবারের সবাই হতাশ। তোমাদেরকে আরো শক্ত হতে হবে। আমি এর মধ্যে থেকে বেরিয়ে আসতে পেরেছি। এখন তোমাদের কোনো কিছুতেই আমার কিছু যায় আসে না।’

এতটুকু হলেও হতো। পরে আবার সাবেক ননদ মারিবেলকে ‘গাধা’ বলেও তিরস্কার করেন মারিয়া।

মারিবেলের ভাই রাফায়েল কালডেরনের সঙ্গে বিবাহিত জীবনের ইতি ঘটানোর জন্য বিচ্ছেদের আবেদন করেছিলেন মারিয়া। আর সেখানে আদালতের নির্দেশ ছিল বিচ্ছেদের পর কালডেরনের পরিবারের সঙ্গে কোনোভাবেই কোনো যোগাযোগ করতে পারবেন না মারিয়া। এমনকি মেইল, টেলিফোন, ভয়েস মেইল বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করেও যোগাযোগ করা হলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

কিন্তু ফেসবুক পোস্টে সাবেক ননদকে ট্যাগ করে আদালতের সে নির্দেশ ভঙ্গ করেছেন মারিয়া। আর সে কারণেই তাঁর সাজা হতে পারে। আদালতের নির্দেশ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের জেল হতে পারে মারিয়ার।

অবশ্য মারিয়ার আইনজীবী কিম ফ্রোলিঙ্গার বলেছেন, আদালতের আদেশে ফেসবুকের বিষয়ে নির্দিষ্ট কোনো নির্দেশনা ছিল না। কিন্তু ফ্রোলিঙ্গারের সঙ্গে ওয়েস্টচেস্টার কাউন্টি সুপ্রিম কোর্টের বিচারক সুসান কাপেসি একমত নন। তিনি বলেন, ‘মারিয়ার প্রতি নির্দেশনা ছিল কোনো রকমের ইলেকট্রনিক মাধ্যম তিনি ব্যবহার করতে পারবেন না সাবেক শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য। ফেসবুক তার মধ্যেই পড়ে। ফেসবুকে তিনি তাঁর পোস্টে সাবেক ননদকে ট্যাগ করেছেন। তাঁর বিরুদ্ধে এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে!’

২০১৪ সালে নিউইয়র্কের একটি আদালতের রায়ে বলা হয়েছিল, ফেসবুক ম্যাসেজকেও ইমেইল হিসেবেই গণ্য করা হবে। সে হিসেবে ফেসবুকে স্ট্যাটাস লিখে সেটাতে ট্যাগ করা হলে সেটাও ইলেকট্রনিক যোগাযোগের মধ্যেই পড়ে। ট্যাগ করে আদালত পর্যন্ত যেতে হচ্ছে মারিয়াকে, এখন দেখার বিষয় এই ‘অপরাধে’ তাঁকে কারাবাস করতে হয় কি না!

এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু

মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ

নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

  • অবশেষে বাংলাদেশে ১৯ অক্টোবর থেকে পে-প্যাল সেবা
  • রবি গ্রাহকদের জন্য সুখবর ! ছাড় পাবেন উবারে !
  • মেধাসত্ত্ব সংরক্ষণের দাবি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে
  • লক খুলবে মুখ দেখেই আইফোন ৮
  • ফেসবুক এবং গুগলের যুগে ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম পরিকল্পনা করলে ভুল-ই হবে
  • এবার থেকে হোয়াটসঅ্যাপেও টাকা লেনদেন! জেনে নিন কীভাবে
  • ফেসবুক হ্যাক হয় যেভাবে
  • ধর্ষণ থেকে আত্মহত্যা! সবই পাওয়া যাচ্ছে গেমে
  • এলিয়েন তাড়ালেই নাসাতে মিলবে কোটি টাকার চাকরি
  • রাত্রে বিছানায় মোবাইল নিয়ে ঘুমনো অভ্যেস? জানেন না, কতবড় ভুল করছেন
  • দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১০০ কোটি মানুষ
  • ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করেছেন? সর্বনাশ!