ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর কলেজছাত্রের আত্মহত্যা
প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। শনিবার সকালে পুলিশ তার রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নটরডেম কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দেওয়া মোহাম্মদ মিজানুর রহমান নামে ওই ছাত্র শুক্রবার ১১টা ১৭ মিনিটে নিজের ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাস দেয়। এতে সে জানায়, ‘তোমার সাথে মেয়েটার সেই প্রেম চলছে। হঠাৎ যদি মেয়েটার ভালো একটা বিয়ের প্রস্তাব আসে, সে তোমায় ভুলে যাবে। তুমি যদি কোনো কিছু করতে চাও, তখনই সবাইকে হাসিমুখে বলবে,আমি এই ছেলেকে চিনি না।’
এরপর গভীর রাতে মিজানুর মতিঝিলের এজিবি কলোনির বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ ও তার বন্ধুর ধারণা, প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় আত্মহত্যা করেন মানসিকভাবে বিপর্যস্ত মিজানুর। মিজানুরের বন্ধু মাহমুদুন্নবী সমকালকে জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা দেওয়া এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মিজানুরের। প্রায় ছয় মাস আগে মেয়েটির বিয়ের প্রস্তাব আসে। তখন থেকেই দু’জনের সম্পর্কের অবনতি হতে থাকে। এরপর শুক্রবার মেয়েটির বিয়ে হয়ে যায়।
মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলী সমকালকে বলেন, এজিবি কলোনির ৪৮/৪/এফ-৪ নম্বর বাসার দোতলায় সাবলেট থাকতেন ১৯ বছর বয়সী মিজানুর। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। প্রেম সংক্রান্ত জটিলতার জের ধরে তিনি শুক্রবার রাতে বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন।
মতিঝিল থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ‘এজিবি কলোনির একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন মিজানুর ও তার বন্ধু হিমেল। ঈদের ছুটি কাটাতে দু’জনে গ্রামের বাড়িতে যান। ঈদের পর মিজানুর ফিরলেও হিমেল ফিরে আসেননি। তাই নিজের ঘরে তিনি ছিলেন একা। মোবাইল ফোনের কললিস্ট অনুযায়ী রাত সাড়ে ১২টার পর তার সঙ্গে কারো যোগাযোগ হয়নি। পরে শনিবার সকালে বাড়ির মালিক মিজানুরের ঘরের জানালা দিয়ে তাকিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। এতে ধারণা করা যায়, গভীর রাতের কোনো এক সময়ে তিনি আত্মহত্যা করেন।’
মিজানুরের ফেসবুক টাইমলাইনে গিয়ে দেখা যায়, শুক্রবার লেখা শেষ স্ট্যাটাসের শুরুতে তিনি লিখেছেন-‘বন্ধুরা তোমাদের সকলের জন্য আমার এই স্ট্যাটাস…জানি আমাদের মধ্যে অনেকে প্রেম করে। কিন্তু সবাই জানে না এর শেষ পর্যন্ত কী। আমি জানি, শুনবে তোমরা? শোনো আর না শোনো আমি বলব।…’
আমাদের কন্ঠস্বর ‘’’’’’’ অনলাইন নিউজের ’’’’’Facebook প্রেন্ড পেইজে’’’’’’’লাইক দিয়ে সংয়ুক্ত থাকুন’
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
মৌলভীবাজারের “গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ” নামের পাঁচ তারকাবিস্তারিত পড়ুন