সোমবার, অক্টোবর ৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ফ্র্যাঞ্চাইজির সঙ্গে রাগ করে হোটেল থেকে বাসায় মাশরাফি

একাদশ নির্বাচন নিয়ে অধিনায়ক মাশরাফি ও ফ্র্যাঞ্চাইজির মধ্যে দ্বন্দ্বের গুজব ভাসছিল দুই এক দিন আগে থেকেই। সেই দ্বন্দ্ব এতটাই চরম রূপ নিল নিয়েছে যে, ফ্র্যাঞ্চাইজির উপর রাগ করে টিম হোটেল থেকে সরাসরি বাসায় চলে এলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। সোমবার দুপুর একটার দিকে তিনি হোটেল ছেড়ে আসেন বলে জানা গেছে।

হোটেল থেকে বাসায় আসার কথা স্বীকার করেছেন মাশরাফি নিজেও।মাশরাফির একজন ঘনিষ্ঠ বন্ধুও ব্যাপারটা নিশ্চিত করেছেন। সন্ধ্যায় ঢাকা ডায়মাইটসের বিপক্ষে ম্যাচ রয়েছে কুমিল্লার। সেই ম্যাচে কি খেলছেন মাশরাফি? এ ব্যাপারে মাশরাফি বলেন,‘ দেখেন, খেলতে তো হবেই। খেলাই তো আমাদের কাজ। খেলব না কেন?’

এদিকে রাগ করে মাশরাফি বাসায় চলে গেছেন এমন খবর উড়িয়ে দিয়েছেন দলটির ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। তিনি বলেন,‘ সিনিয়র খেলোয়াড়রা ম্যাচ শেষে অনেকেই বাসায় চলে যান। আমরা একসঙ্গে আড্ডা দিচ্ছিলাম। ওখান থেকেই তিনি বাসায় চলে গেছেন। তিনি অবশ্যই সন্ধ্যার ম্যাচে খেলছেন। না খেলার মতো কোনো কিছু ঘটেনি।’

একই সূরে কথা বলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার খান নয়ন। তিনি বলেন,‘ আমার জানামতে, মাশরাফি ভাই রাগ করে হোটেল ছাড়েননি। সিনিয়র খেলোয়াড়রা বাসায় চলে যান অনেক সময়। মাশরাফি ভাইও নিয়মিত বাসায় যান। তিনি বাসা থেকে ম্যাচ খেলত আসবেন। এবং মঙ্গলবার বাসা থেকেই চট্টগ্রাম যাওয়ার জন্য বিমানবন্দরে আসবেন।’

তবে পাইলটরা যাই বলুন না কেন, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মাশরাফির চরম দ্বন্দ্বের খবরটা মোটেও গুজব নয়। জানা গেছে, গত তিন ম্যাচে একাদশ নির্বাচন নিয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মাশরাফির দ্বন্দ্ব চলে আসছিল।

মালিকদের মতের বিরুদ্ধে গিয়ে মাশরাফি একাদশে রাখেন ইমরুল কায়েস ও লিটন কুমার দাসকে। কিন্তু গত তিন ম্যাচেই ব্যর্থ তারা। এ কারণে মাশরাফির উপর বিরক্ত ফ্র্যাঞ্চাইজি।

জানা গেছে, মাশরাফির মতামত উপেক্ষা করে সোমবারের ম্যাচের জন্য একাদশ ঠিক করে দেয় ফ্র্যাঞ্চাইজি। সেখানে বাদ দেওয়া হয় সোহেল তানভীরের মতো খেলোয়াড়কে। এরপরই রাগ করে হোটেল থেকে বাসায় চলে আসেন মাশরাফি।

বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। ঢাকাকে দুইবার চ্যাম্পিয়ন করার পর গত আসরের সাদামাটা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্ব নিয়েই শিরোপা জিতিয়ে চমক দেখান মাশরাফি।

এই সংক্রান্ত আরো সংবাদ

আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭

চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রথম কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা