”’বছরের প্রথম ম্যাচটা জয় দিয়েই শুরু করতে চাই”’
২০১৫ সালে ওয়ানডে ক্রিকেটে ব্যাট-বলে অসাধারণ কেটেছে বাংলাদেশের। আফগানিস্তানের সাথে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে বছর শুরু করা বাংলাদেশ বছরের শেষ ম্যাচটিতেও জিম্বাবুয়ের বিপক্ষে জয় লাভ করেছে। এরই ধারাবাহিকতা বজায় রাখতে চায় নতুন বছরে।
আর নতুন বছরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ সেই জিম্বাবুয়েই। এই সিরিজকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে খুলনাতে। নিজেদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ঝালিয়ে নিতে শনিবার বাংলাদেশ লাল ও সবুজ নামে দুটি দলে ভাগ হয়ে মাঠে নামেন তারা। সবুজ দলের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান এবং লাল দলের নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ম্যাচও হলো দুটি। একটি সকালে। আরেকটি বিকেলে। প্রথমটিতে জিতলেন সাকিবরা, দ্বিতীয়টিতে মাশরাফির দল।
তবে অনুশীলনে জয়-পরাজয় যাই হোক, জিম্বাবুয়ের বিপক্ষে সৌম্যদের লক্ষ্য শুধুই জয়। অনুশীলনী ম্যাচ শেষে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে এমনটাই জানালেন জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার।
বললেন, ‘কেউ তো হারার জন্য নামে না। আশা করি জয় অব্যাহত থাকবে। বছরের প্রথম ম্যাচটা জয় দিয়েই শুরু করতে চাই।’ জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি সৌম্যর। মাঝে ‘এ’ দলের হয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা সফর, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরটাও প্রত্যাশা মতো যায়নি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের পরিসংখ্যানটাই সৌম্যকে আশাবাদী করছে।
গত বছর ১৫ ওয়ানডেতে ৫১.৬৯ গড়ে রান ৬৭২। আর তিন টি-টোয়েন্টি ম্যাচে ১৪.৬৬ গড়ে ৪৪ রান। তবে পেছনের পরিসংখ্যান নিয়েই পড়ে থাকতে চান না এই বাঁ-হাতি উদ্বোধনী ব্যাটসম্যান। বরং তার প্রত্যয়— সামনে আরও ভালো করার।
বললেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করার ব্যাপারে আশাবাদী। চেষ্টা করব নিজের সেরাটা দেয়ার। তবে যেটা পেছনে রেখে এসেছি, সেটা তো ফিরে পাব না। সামনে যা আসছে, তাতে আরও ভালো করার চেষ্টা করব।’
খুলনার কন্ডিশনে নিজেদেরকে এগিয়ে রাখতেই একসপ্তাহ আগে খুলনা পৌছায় বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৫ তারিখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন