বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বদরুলের দ্রুত বিচারের ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের কলেজ ছাত্রী খাজিদা আক্তার নার্গিসের ওপর হামলা মামলায় দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এই ঘটনায় অভিযুক্ত বদরুল আলম তার রাজনৈতিক পরিচয়ের কারণে পার পাবে না।

দুপুরে পাবনার বেড়ায় নবনির্মিত মডেল থানা ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গত সোমবার সিলেটের এমসি কলেজে খাদিজা আক্তারকে বদরুল আলমের কোপানোর ভিডিও প্রকাশ হয়েছে ঘটনার কিছুক্ষণ পর। এর আগেই বদরুলকে পিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। মঙ্গলবার বদরুলকে আসামি করে মামলা করেন খাদিজার চাচা। বুধবার আদালতে তোলা হলে বদরুল তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে বলেছেন, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খাদিজাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন তিনি।

আশঙ্কাজনক অবস্থায় যখন খাদিজার চিকিৎসা চলছে তখন এই ঘটনার বিচার দাবিতে উত্তাল সিলেট। নানা কর্মসূচিতে বদরুলের দ্রুত বিচার দাবি করছেন খাদিজার সহপাঠীসহ সব স্তরের মানুষ।

খাদিজাকে দেখতে গিয়ে বুধবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, খাদিজার ওপর হামলার তথ্য প্রমাণ সবই হাতে আছে। বদরুলের যেন দ্রুত বিচার হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খাদিজার উপর হামলায় দেশবাসী বিস্মিত হয়েছে। যে অপরাধ স্বীকার করেছে। তার বিচার যাতে দ্রুত হয় সে ব্যবস্থা নেয়া হবে।’

ছাত্রলীগ নেতা হওয়ায় বদরুল পার পাবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘যারা অপরাধ করেন তারা সবাই অপরাধী। অপরাধী যে দলেরই হোক বা যত প্রভাবশালীই হোক না কেন, প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেন না।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পলাতক জঙ্গিরা আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন। তারা এখন হঠাৎ কোনো হামলা, হত্যা বা অপরাধ করতে পারবে-এমন পরিবেশ আর নেই। দেশের মানুষ শান্তিপ্রিয়, তারা সন্ত্রাসীদের পছন্দ করে না। জঙ্গিবাদ প্রতিরোধে মানুষ এগিয়ে আসায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী।

এর আগে তিনি বেড়া মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধন ও থানা চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে থানা চত্বরে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন।

পাবনার পুলিশ সুপার আলমগীর কবিরের সভাপতিত্বে সমাবেশে ভারপ্রাপ্ত আইজিপি জাবেদ পাটোয়ারী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন, জেলা প্রশাসক রেখা রানী বালো উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন

  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • আজ যমুনায় তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
  • হাসনাতকে উপহার পাঠালের রুমিন ফারহানা
  • গাজীপুরে পোশাক শ্রমিকসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার