বদলে গেল নার্সদের ইউনিফর্ম
শত বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় সরকারি-বেসরকারি হাসপাতালে এতদিন নারীদের ক্ষেত্রে সাদা শাড়ি, সাদা ক্যাপ, অ্যাপ্রোন, সাদা জুতা ও পুরুষদের ক্ষেত্রে সাদা শার্ট, সাদা ফুল প্যান্ট ও কালো জুতা পরিহিত নার্সদের চেহারা ভেসে উঠতো। তবে এবার বদলে গেল নার্সদের জাতীয় পোশাক (ইউনিফর্ম)।
গত সোমবার (২১ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রশাসনিক আদেশে নার্সদের জাতীয় পোশাক পরিবর্তন করা হয়। নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের প্রস্তাবনা অনুযায়ী জাতীয় ইউনিফর্মে এ পরিবর্তন আনা হয়। একইসঙ্গে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শিগগিরই নতুন পোশাক (ইউনিফর্ম) চালু করতে বলা হয়েছে।
জানা গেছে, নার্সদের পদ-পদবি অনুসারে সিনিয়র স্টাফ নার্স, নার্সিং সুপারভাইজার, নার্সিং কলেজের অধ্যক্ষ/লেকচারার, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ/ইনস্ট্রাকটার, সেবা তত্ত্বাবধায়ক, উপ-সেবা তত্ত্বাবধায়ক, জেলা পাবলিক হেলথ নার্স, সহকারী নার্স, ছাত্র-ছাত্রী ও ডিপ্লোমা মিডওয়াইফদের ইউনিফর্ম পরিবর্তন করা হয়।
সিনিয়র স্টাফ নার্সদের (মহিলা) ক্ষেত্রে জলপাই রঙের শার্ট, কালো প্যান্ট, জলপাই রঙের টুপিতে সাদা বর্ডার, জুতা পামসু/স্যান্ডেল সু (কালো) ও শীতে কালো রঙের ব্লেজার। পুরুষদের জন্য জলপাই রঙের শার্ট/সাফারি, কালো প্যান্ট, জুতা পামসু/স্যান্ডেল সু (কালো), শার্টের হাতের বাম পাশে সাদা রঙের গোল প্রতীক/মনোগ্রাম, বর্ডার সাদা হবে। এছাড়া কালো নেমপ্লেটে নাম ও পদবি ও শীতের পোশাক কালো ব্লেজার।
নার্সিং সুপারভাইজারদের ক্ষেত্রে জলপাই রঙের পাড়বিহীন শাড়ি/শার্ট, কালো প্যান্ট, জলপাই রঙের হাইনেক ব্লাউজ, রয়েল ব্লু রঙের বেল্ট, জলপাই রঙের টুপি, রয়েল ব্লু কাপড়ের বর্ডার, জুতা পামসু/স্যান্ডেল সু কালো, নাম ও পদবিসহ নেমপ্লেট ও শীতের পোশাক কালো ব্লেজার।
এছাড়া পুরুষদের ক্ষেত্রে জলপাই রঙের শার্ট/সাফারি, কালো প্যান্ট, জুতা পামসু/স্যান্ডেল সু (কালো), শার্টের হাতায় বাম পাশে রয়েল ব্লু রঙের গোল বর্ডার সাদা। কালো নেমপ্লেটে নাম ও পদবি ও শীতের পোশাক কালো ব্লেজার। একইভাবে অন্যান্য পদে পোশাকে পরিবর্তন আনা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র
বাড্ডা থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রবিস্তারিত পড়ুন
শনিবার বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে এবি পার্টির বৈঠক
তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন
বোয়ালমারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপি নেতা খন্দকার নাসিরের মতবিনিময়
ফরিদপুরের বোয়ালমারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদবিস্তারিত পড়ুন