শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বদলে দেয় সব একটি গানই:কুমার বিশ্বজিৎ

১৯৮১ সাল। তখন তাঁর বয়স ১৮। থাকেন চট্টগ্রামে। পড়াশোনা করছেন উচ্চমাধ্যমিকে। ওই সময় এক গান গেয়েই মাত করে দিলেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। গানটি ছিল ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’।

কুমার বিশ্বজিৎ জানালেন, তখন তিনি চট্টগ্রামে থাকতেন। বন্ধুদের অনেকেই ছিলেন ঢাকায়। তাঁদের সঙ্গে দেখা করতে আর গানের টানে ঢাকায় আসা ছিল তাঁর নিয়মিত ঘটনা।
বললেন, ‘তখন গান রেকর্ডিং করতে হলে ঢাকায় আসতেই হতো। একদিন বন্ধু হ্যাপী আখান্দ্কে বললাম, কয়েকটা গান করতে চাই। পাশে ছিলেন তাঁর ভাই লাকী আখান্দ্। একসঙ্গে চারটি গানের কাজ করি আমরা। তার মধ্যে একটি ছিল “তোরে পুতুলের মতো করে সাজিয়ে” গান। অন্য তিনটি গান হলো “এ কেমন স্বপ্ন আমার”, “সংসার সুখের হয়” আর “চতুর্দোলা”।’

‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গানের গীতিকার আবদুলাহ আল মামুন, সুর করেন নকীব খান। তখন অভিনেতা আল মনসুর ছিলেন বিটিভির অনুষ্ঠান প্রযোজক। তাঁকে শোনানো হলো গানটি। পছন্দ করলেন। প্রচারিত হলো বিটিভিতে। কুমার বিশ্বজিৎ নামটি চারদিকে ছড়িয়ে পড়ে। পরের বছর গানটি স্থান পায় অডিও অ্যালবামে। শ্রোতারা দারুণ পছন্দ করেন।

কুমার বিশ্বজিৎ বললেন, ‘এটা ছিল আমার গানের ভুবনের টার্নিং পয়েন্ট। তবে আরও একটি গানের কথা বলতে চাই, যা একজন শিল্পী হিসেবে আমাকে তৃপ্তি দিয়েছিল। এই গানটি হলো “যেখানে সীমান্ত তোমার”। গীতিকার কাওসার আহমেদ চৌধুরী, সুর করেন লাকী আখান্দ্। গানটি প্রথম প্রচারিত হয় বিটিভিতে। অনুষ্ঠানের নাম “সুর বিতান”। প্রযোজক মুসা আহমেদ।

তখন গানটি তেমন সাড়া ফেলেছে বলে মনে হয়নি। তবে চিত্রটা পাল্টে যায় কিছুদিন পর। ঈদের “আনন্দ মেলা”য় গেয়েছিলাম গানটি। তখন তা শ্রোতাদের কাছে দ্রুত পৌঁছে যায়। যখন অডিও অ্যালবামে আসে, তখন গানটি অসংখ্য শ্রোতা শোনার সুযোগ পান।’

গোড়াতে নাকি ঘটেছিল অন্য ঘটনা। কুমার বিশ্বজিৎ বললেন, ‘অ্যালবামটি প্রযোজনা করেন ইজাজ খান স্বপন। প্রথমবার অডিও অ্যালবামে গানটি যুক্ত করার সময় সমস্যা হয়েছিল। আমি অ্যালবামটি শুনতে চাই। কিন্তু স্বপন আমাকে শুনতে দেয়নি। শুধু জানাল, এটা এভাবেই যাক। পরে ঠিক করে দেওয়া হবে।’
কুমার বিশ্বজিৎ ওই কথায় কান দেননি। তিনি নিজের খরচে নতুন করে অ্যালবামের মাস্টার কপি তৈরি করেন। পরে তা থেকেই তৈরি হয় অ্যালবামের হাজার হাজার কপি।
কুমার বিশ্বজিৎ জানালেন, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গানটি তাঁকে পরিচিতি দিয়েছে আর ‘যেখানে সীমান্ত তোমার’ দিয়েছে দর্শক-শ্রোতার কাছে তাঁর গ্রহণযোগ্যতা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন