‘বদির ইয়াবা ব্যবসা : পাওয়া যায়নি কোনো প্রমাণ’
কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদির ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ইউনিফর্ম (নিজস্ব পোশাক) প্রদান অনুষ্ঠানে বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
রাজধানীর তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রথম শ্রেণির কর্মকর্তা সম্মেলন সকাল সাড়ে ১০টায় ইউনিফর্ম বিতরণ করা হয়।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘অন্যান্য সংস্থার মত নিজস্ব স্বাধীনতা ও পরিচিতির জন্য এ ইউনিফর্ম প্রদান করা হল। যা ইতোপূর্বে ছিল না।’
তিনি বলেন, ‘১৯৯০ সালে মাত্র ১ হাজার ২৮৩ জন জনবল নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। বিগত সরকার প্রতিষ্ঠানের জনবল বাড়ানোর জন্য কোনো কার্যক্রম পরিচালনা করে নাই। বর্তমান সরকার তা ১ হাজার ৭২২ জনে উন্নিত করেছে। ৬৪ জেলায় প্রথম শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের নেতৃত্বে অফিস স্থাপন করা হচ্ছে।’
এ সময় মন্ত্রী সব স্তর থেকে সবার মধ্যে মাদকবিরোধী চেতনা গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রসচিব, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন