‘বদির ইয়াবা ব্যবসা : পাওয়া যায়নি কোনো প্রমাণ’
কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদির ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ইউনিফর্ম (নিজস্ব পোশাক) প্রদান অনুষ্ঠানে বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
রাজধানীর তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রথম শ্রেণির কর্মকর্তা সম্মেলন সকাল সাড়ে ১০টায় ইউনিফর্ম বিতরণ করা হয়।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘অন্যান্য সংস্থার মত নিজস্ব স্বাধীনতা ও পরিচিতির জন্য এ ইউনিফর্ম প্রদান করা হল। যা ইতোপূর্বে ছিল না।’
তিনি বলেন, ‘১৯৯০ সালে মাত্র ১ হাজার ২৮৩ জন জনবল নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। বিগত সরকার প্রতিষ্ঠানের জনবল বাড়ানোর জন্য কোনো কার্যক্রম পরিচালনা করে নাই। বর্তমান সরকার তা ১ হাজার ৭২২ জনে উন্নিত করেছে। ৬৪ জেলায় প্রথম শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের নেতৃত্বে অফিস স্থাপন করা হচ্ছে।’
এ সময় মন্ত্রী সব স্তর থেকে সবার মধ্যে মাদকবিরোধী চেতনা গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রসচিব, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভেঙে দেওয়া হলো আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ
আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠনবিস্তারিত পড়ুন
বাধ্যতামূলক অবসরে আনসারের উপ-মহাপরিচালক জিয়াউল
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক এবিস্তারিত পড়ুন
বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি, আসতে পারে পদত্যাগের ঘোষণা
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুলবিস্তারিত পড়ুন